ভারতীয় হকি দল। ছবি: পিটিআই।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের র্যাঙ্কিংয়ে একধাপ উঠে পাঁচে পৌঁছল ভারতীয় হকি দল। মঙ্গলবারই নতুন র্যাঙ্কিং ঘোষণা করেছে এফআইএইচ। গত মাসেই নেদারল্যান্ডসের ব্রেদাতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স হয়েছিল ভারতীয় দল। যার ফলে এই উত্থান। পর পর দু’বছর রানার্স হল ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শীর্ষ স্থান ধরে রাখল। গত মাসে শ্যুট আউটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১৯০৬। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার থেকে ২৩ পয়েন্ট এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৩। তিন নম্বরে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৭০৯ এবং চারে ১৬৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে নেদারল্যান্ডস।
১৪৮৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ভারত। যার ফলে পাঁচ নম্বর থেকে নেমে গিয়েছে জার্মানি। জার্মানির পয়েন্ট ১৪৫৬। টপ ২০তে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। ২০ নম্বরে রয়েছে ফ্রান্স।
আরও পড়ুন
ধোনির ঢিমে ইনিংসকে নিজেরটার সঙ্গে তুলনা গাওস্করের