Advertisement
E-Paper

কুস্তির ট্রায়াল স্বচ্ছ ও সুষ্ঠু! কর্তা ব্রিজভূষণের অনুপস্থিতিতে সিলমোহর কল্যাণ চৌবের

হরিয়ানার সোনপতে এশিয়ান কুস্তি প্রতিযোগিতার ট্রায়াল চলছে। সেই ট্রায়াল স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার যুগ্মসচিব তথা অন্তর্বর্তী সিইও কল্যাণ চৌবে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২০:৪৭
Wrestler trial

চলছে কুস্তির ট্রায়াল। ছবি: টুইটার

হরিয়ানার সোনপতে সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কমপ্লেক্সে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের এশিয়ান কুস্তি প্রতিযোগিতার ট্রায়াল চলছে। সেই ট্রায়াল স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে হচ্ছে বলে সিলমোহর দিয়েছেন কল্যাণ চৌবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি পদে থাকার পাশাপাশি ভারতীয় অলিম্পিক্স সংস্থার যুগ্মসচিব তথা অন্তর্বর্তী সিইও কল্যাণ। বৃহস্পতিবার ট্রায়ালে গিয়েছিলেন তিনি। তার পরেই নিজের মত জানিয়েছেন কল্যাণ।

ট্রায়াল পরিদর্শন করে কল্যাণ বলেন, ‘‘ট্রায়াল স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে চলছে। আমি খুশি। এই ট্রায়াল খুব দরকার ছিল। ২৫০০ কুস্তিগিরের ভবিষ্যৎ এখানে জড়িয়ে রয়েছে।’’ ভারতীয় কুস্তি সংস্থার সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়ার হয়েছে অলিম্পিক্স সংস্থার একটি বিশেষ কমিটির উপর। তারাই এই ট্রায়ালের আয়োজন করেছে।

ভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম স্বাভাবিক ভাবে শুরু করার প্রচেষ্টা তাঁরা করছেন বলে জানিয়েছেন কল্যাণ। তিনি বলেন, ‘‘আমাদের আসল কাজ কুস্তি সংস্থার কাজকর্ম স্বাভাবিক ভাবে শুরু করা। বিশেষ কমিটির সঙ্গে আলোচনা করছি। যে সমস্যা চলছে তার জন্য যাতে কোনও ভাবেই উঠতি কুস্তিগিরেরা বঞ্চিত না হয় সেই কাজ করছি আমরা।’’

ব্রিজভূষণ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ার পর থেকে যখনই কোনও ট্রায়াল হত তখনই সেখানে দেখা যেত তাঁকে। সোফায় বসে মাইক্রোফোন হাতে সবটা পরিচালনা করতেন তিনি। এমনকি, রেফারিদেরও নির্দেশ দিতে দেখা যেত ব্রিজভূষণকে। এ বার সেই ছবি নেই। ফলে অনেক শান্তিতে রয়েছেন কুস্তিগিরেরা। ট্রায়ালে অংশ নেওয়া এক কুস্তিগির বলেছেন, ‘‘আমরা কোনও চাপ ছাড়াই ট্রায়ালে অংশ নিয়েছি। অনেক খোলা মনে খেলতে পারছি। আগে সভাপতি মাইক্রোফোনে বার বার নির্দেশ দিতেন। তাতে আমাদের ছন্দ নষ্ট হত। এখন সেই সমস্যা হচ্ছে না।’’

Wrestler wrestling Trial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy