৬ জুলাই যেতে হবে কানাডা। কিন্তু নিউজিল্যান্ডের ভিসার আবেদন জানানোয় আটকে রয়েছে পাসপোর্ট । সেই ভিসা এখনও তো পানইনি সঙ্গে আটকে রয়েছে পাসপোর্টও। চিন্তায় ভারতের সেরা ব্যাডমিন্টন প্লেয়াররা। হাতে আর একটুও সময় নেই। মাঝে মাত্র আর একদিন। এই মুহূর্তে হায়দরাবাদে পুলেল্লা গোপীচাঁদ অ্যাকাডেমিতে অনুশীলন করছেন পারুপল্লী কাশ্যপ। এই তালিকায় রয়েছেন তিনিও। মঙ্গলবার তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষন করে একটু টুইট করেন। যেখানে তিনি ভিসার বিষয়ে তাঁর সাহায্য চান।
আরও খবর: ধোনিকে শুভেচ্ছা গিলক্রিস্টের