৬ জুলাই যেতে হবে কানাডা। কিন্তু নিউজিল্যান্ডের ভিসার আবেদন জানানোয় আটকে রয়েছে পাসপোর্ট । সেই ভিসা এখনও তো পানইনি সঙ্গে আটকে রয়েছে পাসপোর্টও। চিন্তায় ভারতের সেরা ব্যাডমিন্টন প্লেয়াররা। হাতে আর একটুও সময় নেই। মাঝে মাত্র আর একদিন। এই মুহূর্তে হায়দরাবাদে পুলেল্লা গোপীচাঁদ অ্যাকাডেমিতে অনুশীলন করছেন পারুপল্লী কাশ্যপ। এই তালিকায় রয়েছেন তিনিও। মঙ্গলবার তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষন করে একটু টুইট করেন। যেখানে তিনি ভিসার বিষয়ে তাঁর সাহায্য চান।
আরও খবর: ধোনিকে শুভেচ্ছা গিলক্রিস্টের
পারুপল্লী কাশ্যপ তাঁর টুইটে লেখেন তাঁর সঙ্গে এইচএস প্রণয় ও এম সিক্কি রেড্ডিও নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন। এক সপ্তাহ আগের কথা। কিন্তু তার আগে যেতে হবে কানাডা ও আমেরিকায়। তিনি লেখেন ‘‘৬ জুলাই আমাদের টুর্নামেন্ট খেলতে কানাডা যেতে হবে তার পর ইউএস ওপেনসও রয়েছে। আমাদের এখনই পাসপোর্ট চাই।’’ তিনি আরও বলেন ‘‘এই টুর্নামেন্টের জন্য একমাস আগেই আমাদের কাছে আমন্ত্রণ এসেছে। আমরা ভিসার জন্য আবেদন জানাতে পারিনি কারণ আমরা দেশের বাইরে ছিলাম অন্য টুর্নামেন্ট খেলতে।’’
@SushmaSwaraj @MEAQuery @VijayGoelBJP pic.twitter.com/A7dbKCyK6o
— Parupalli Kashyap (@parupallik) July 4, 2017
পারুপল্লী কাশ্যপ তাঁর টুইটে লেখেন তাঁর সঙ্গে এইচএস প্রণয় ও এম সিক্কি রেড্ডিও নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন। এক সপ্তাহ আগের কথা। কিন্তু তার আগে যেতে হবে কানাডা ও আমেরিকায়। তিনি লেখেন ‘‘৬ জুলাই আমাদের টুর্নামেন্ট খেলতে কানাডা যেতে হবে তার পর ইউএস ওপেনসও রয়েছে। আমাদের এখনই পাসপোর্ট চাই।’’ তিনি আরও বলেন ‘‘এই টুর্নামেন্টের জন্য একমাস আগেই আমাদের কাছে আমন্ত্রণ এসেছে। আমরা ভিসার জন্য আবেদন জানাতে পারিনি কারণ আমরা দেশের বাইরে ছিলাম অন্য টুর্নামেন্ট খেলতে।’’