ফের ডোপের কালো ছায়া। এবং যার জেরে শুরুর আগেই ফের ধাক্কা খেল ভারতের অলিম্পিক্স অভিযান। নরসিংহ যাদব, ইন্দরজিত সিংহের পর ডোপ বিতর্কে এ বার নাম জড়াল ভারতীয় অ্যাথলিট ধর্মবীর সিংহের। ডোপ পরীক্ষার প্রাথমিক রিপোর্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তিনি।
হরিয়ানার ২৭ বছরের এই স্প্রিন্টার ২০০ মিটারে ভারতের একমাত্র প্রতিনিধি। ৩৬ বছর পরে তাঁর হাত ধরেই এ বারে ২০০ মিটারে প্রতিনিধিত্ব করার কথা ভারতের। এই ইভেন্টে অলিম্পিক্সের যোগ্যতামান ছিল ২০.৫০ সেকেন্ড। গত মাসে বেঙ্গালুরুতে সেই মান ধর্মবীর সহজেই পেড়িয়ে যাওয়ায় এত বছর পর এই পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে ভারতের সামনে। কিন্তু ডোপ পরীক্ষায় ধরা পরায় মঙ্গলবারের রিওগামী বিমানে উঠতে তাঁকে নিষেধ করেছে নাডা। হাতে আর মাত্র দু’দিন সময়। তার পরেই শুরু হচ্ছে অলিম্পিক। এই সামান্য সময়ের মধ্যে ডোপ পরীক্ষায় পাশ করে তাঁর ট্র্যাকে নেমে যাওয়ার সম্ভাবনা বেশ কম। দু’এক দিনের মধ্যে ধর্মবীরের দ্বিতীয় নমুনার পরীক্ষা হবে। সেই পরীক্ষাতেও যদি নমুনায় মাদকের অস্তিত্ব প্রমাণিত হয়, তা হলে আজীবন নির্বাসিত হতে পারেন রোহতকের এই স্প্রিন্টার।
আরও পড়ুন:
মিলল নিষিদ্ধ মাদক, রিও যাত্রা অনিশ্চিত ভারতীয় শটপাটারের