Advertisement
E-Paper

সচিন-ওয়ার্নদেরও পরামর্শ চান শাস্ত্রী

লন্ডনে ছুটি কাটিয়ে দু’এক দিনের মধ্যেই দেশে ফিরবেন কোহালিদের নতুন হেড কোচ রবি শাস্ত্রী। আগামী সোমবার বা মঙ্গলবার তাঁর বসার কথা ভারতীয় বোর্ডের সঙ্গে।

সুমিত ঘোষ

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৭ ০৫:১৫
দর্শক: উইম্বলডনে শাস্ত্রী, দেখলেন রজার শো। নিজস্ব চিত্র

দর্শক: উইম্বলডনে শাস্ত্রী, দেখলেন রজার শো। নিজস্ব চিত্র

বিরাট কোহালিদের সহকারী কোচ নিয়োগ নিয়ে ডামাডোল এত সহজে থামছে না। বরং তা আরও নাটকীয় মোড় নিতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই।

লন্ডনে ছুটি কাটিয়ে দু’এক দিনের মধ্যেই দেশে ফিরবেন কোহালিদের নতুন হেড কোচ রবি শাস্ত্রী। আগামী সোমবার বা মঙ্গলবার তাঁর বসার কথা ভারতীয় বোর্ডের সঙ্গে। সেই সভায় বোর্ডের পদাধিকারীরা ছাড়াও থাকবেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের প্রধান বিনোদ রাই।

বৈঠকে ভারতীয় দলের জন্য আগামী দু’বছরের নকশা নিয়ে উপস্থিত হবেন শাস্ত্রী। এই নকশায় সব চেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হচ্ছে, বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটারদের সাহায্য নেওয়া। সচিন তেন্ডুলকর থেকে শেন ওয়ার্ন— পরামর্শদাতার লম্বা তালিকা তৈরি করছেন শাস্ত্রী। বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে এই সব কিংবদন্তিদের সাহায্য নিতে চান তিনি।

ভারত থেকে সচিন তেন্ডুলকর এবং কপিল দেবের নাম ভেবে রেখেছেন নতুন হেড কোচ। কপিলকে আনা হতে পারে মহম্মদ শামিদের সুইং সম্পর্কে বিশেষ ক্লাস নেওয়ার জন্য। কপিলের নেতৃত্বে তিরাশির বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করা দলের সদস্য ছিলেন শাস্ত্রী। কোচের জন্য আবেদন করার খবর শুনে শাস্ত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন কপিল। তখন মেলবোর্নে বেনসন অ্যান্ড হেজেসে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স তিরাশির কাপজয়ী অধিনায়ককে বলে রাখেন, আমি এলে কিন্তু তোমাকেও ডাকব মাঝেমধ্যে। আসতেই হবে।

আরও পড়ুন: ভারতে এসেই প্রিমিয়ার ফুটসলে ফের রোনাল্ডিনহো জাদু

এখানেই শেষ নয়। শাস্ত্রীর পরিকল্পনায় বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞের সাহায্য নেওয়ার ভাবনা রয়েছে। কেমন সেই ভাবনা? জন্টি রোডস হয়তো ফিল্ডিংয়ের বিশেষ ক্লাস নিলেন। অথবা দল অস্ট্রেলিয়ায় খেলতে গেলে বোলিং নিয়ে পরামর্শ দিতে এলেন ক্রেগ ম্যাকডারমট বা জেসন গিলেসপির মতো প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। অস্ট্রেলীয়দের মধ্যে শেন ওয়ার্নও খুব ভাল বন্ধু শাস্ত্রীর। একে তো ওয়ার্নের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেও তাঁর খুব প্রশংসা করেছিলেন শাস্ত্রী। তার উপর দু’জনের কমেন্ট্রি বক্সে দেখা হয়েছে প্রায়ই। ওয়ার্নও তাই তাঁর ভাবনায় আছেন।

কিংবদন্তি: বল আর ব্যাটের দুই প্রাক্তন শাসক। কোহালির টিমকে সাহায্য করার জন্য তাঁদের কাজে লাগাতে চান ভারতের নতুন হেড কোচ রবি শাস্ত্রী।

এখন প্রশ্ন হচ্ছে, সচিন-ওয়ার্নরা যদি আসেন, তা হলে দ্রাবিড় বা জাহিরের ভূমিকা কী হতে যাচ্ছে? যাঁদের নাম চূড়ান্ত করেছে সৌরভ-সচিন-লক্ষ্মণদের অ্যাডভাইসরি কমিটি। শাস্ত্রী সম্ভবত বোর্ডকে প্রস্তাব দিতে চলেছেন যে, দ্রাবিড় এবং জাহিরের নামও এই বিশেষজ্ঞদের ‘পুল’-এ রাখা হোক।

হেড কোচের অভিনব পরিকল্পনা সম্পর্কে অবহিত এক বোর্ড কর্তা শুক্রবার বললেন, ‘‘অস্ট্রেলিয়ায় শামির জন্য ভাল পরামর্শদাতা হতে পারে ম্যাকডারমট। অথবা গিলেসপি। নিজেদের দেশ বলে অস্ট্রেলিয়াতে কী করা দরকার, সেটা ওরা ভাল বুঝবে। আইডিয়াটা খারাপ নয়।’’

শাস্ত্রী চান তাঁর ‘কোর গ্রুপ’-কেই সাপোর্ট স্টাফ হিসেবে রেখে দিতে। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ শ্রীধর। একই ফিজিও, ট্রেনার এবং বাকিরা। যার অর্থ, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সিদ্ধান্তকে তিনি পুরোপুরি মেনে নেবেন না।

ধরে রাখা যায়, সহকারী নিয়ে ধস্তাধস্তির এখনও বেশ কয়েক রাউন্ড বাকি। শাস্ত্রী বনাম সৌরভ— দুই তারকার পুরনো তিক্ততাই যে এই সঙ্ঘাতের মূলে তা নিয়ে সন্দেহ নেই। শাস্ত্রী বোলিং কোচ হিসেবে আনতে চান অতীতে অশ্বিনদের সঙ্গে কাজ করে যাওয়া ভরত অরুণ-কে। কিন্তু অরুণকে দিতে রাজি হননি সৌরভরা। তাঁরা বোলিং বিশেষজ্ঞ হিসেবে বেছে নেন প্রাক্তন সতীর্থ জাহিরকে।

দেখার যে, বোর্ড সহকারী নিয়োগ নিয়ে কী অবস্থান নেয়। ক্ষুব্ধ সৌরভরা বৃহস্পতিবার যে পত্রাঘাত করেন, তার জবাবে বোর্ড এক বিবৃতিতে বলেছে, টিমের চাহিদা অনুযায়ী সফর ভিত্তিক সাহায্য নেওয়া হবে পরামর্শদাতাদের থেকে। টিমের প্রয়োজন অনুযায়ী মানে ধরে নেওয়া হচ্ছে, কখন কাকে দরকার সেটা ঠিক করবেন শাস্ত্রী-কোহালিই।

বোর্ড এবং নবনিযুক্ত কোচের বৈঠকে সহকারী নিয়ে তৈরি হওয়া জট খুলতে পারে। বরাবরের প্রথা হচ্ছে হেড কোচই সহকারীদের বেছে নেন। গত বছর কুম্বলেকে কোচ করার সময়েও তাঁর হাতেই এই দায়িত্ব দেওয়া হয়েছিল। সিওএ প্রধান বিনোদ রাই, যিনি বোর্ড রাজনীতির নোংরা জল আটকে কোহালির টিমের ‘পিতামহ’ হয়ে উঠেছেন, তিনি এ নিয়ে কী অবস্থান নেন, সেটা দেখার।

রাইয়ের নেতৃত্বে অধিনায়কের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সহকারীদের নাম চূড়ান্ত করার স্পর্শকাতর ব্যাপার নিয়েও কোহালির মতামত অগ্রাধিকার পেলে অবাক হওয়ার থাকবে না। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-এর নীতি খুব স্পষ্ট— প্রাক্তনদের কথা শুনব, কিন্তু বর্তমান অধিনায়কের কথা অগ্রাহ্য করে নয়। মাঠে খেলবেন তো বিরাটরাই!

Ravi Shastri Head Coach Indian Team Shane Warne Sachin Tendulkar বিরাট কোহালি রবি শাস্ত্রী Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy