Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অনুশীলনে বাধা বৃষ্টি, বুমরা মজে গিয়েছেন নেহরায়

রাঁচী মেইন রোডের পাঁচতারা হোটেল থেকে বারোটা নাগাদ ইন্ডিয়ার টিম বাস বেরোতেই যেন ওত পেতে বসেছিল মেঘ। জেএসসিএ স্টেডিয়ামের গেট দিয়ে বাস ঢুকতেই শুরু বৃষ্টি।

বিকল্প: প্র্যাকটিস ভেস্তে যাওয়ায় ড্রেসিংরুমেই ফুটবল নিয়ে মাতলেন ভুবনেশ্বর-ধোনিরা। ছবি: টুইটার।

বিকল্প: প্র্যাকটিস ভেস্তে যাওয়ায় ড্রেসিংরুমেই ফুটবল নিয়ে মাতলেন ভুবনেশ্বর-ধোনিরা। ছবি: টুইটার।

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৩:৫৮
Share: Save:

হোটেল থেকে মাঠের দিকে বেরোতেই যেন মেঘ তাড়া করল কোহালিদের।

রাঁচী মেইন রোডের পাঁচতারা হোটেল থেকে বারোটা নাগাদ ইন্ডিয়ার টিম বাস বেরোতেই যেন ওত পেতে বসেছিল মেঘ। জেএসসিএ স্টেডিয়ামের গেট দিয়ে বাস ঢুকতেই শুরু বৃষ্টি। স্টেডিয়ামের চারপাশে বর্ষার মতো জমাট বাঁধা মেঘ দেখেই কোহালিরা বুঝে যান আজকে অনুশীলনে রীতিমতো জল ঢেলে দিল মেঘ।

বৃহস্পতিবার বিকেলে পুরো টিম আসার পরে রাঁচীতে গোটা টিমের একসঙ্গে অনুশীলনের জন্য শুক্রবার সকালটাই বেঁচে ছিল। বিকেলে অনুশীলন করার কথা ছিল অষ্ট্রেলিয়ার। রাঁচীতে তিন দিন আগে থেকে অষ্ট্রেলিয়া ঘাটি গেড়ে থাকায় তাঁরা মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছে। বৃষ্টির জন্য আজ কোহালিরা মূল মাঠ বা মূল মাঠের পাশে ওভাল গ্রাউন্ডেও অনুশীলন করার সুযোগ পেলেন না। অথচ ম্যাচের আগে কোহালিদের কাছে আজকের অনুশীলনটা যে খুবই গুরুত্বপূর্ণ ছিল তা যশপ্রীত বুমরা সাংবাদিক সম্মেলনে এসে বলে দিলেন। তিনি বলেন, ‘‘বৃষ্টির জন্য মাঠ পুরো ঢাকা। মাঠ বা পিচ দেখার সুযোগই হল না।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘আশিস নেহরা দলে আসায় দল আরও বেশি শক্তিশালী তো হল। আর আমিও ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছি। নেহরার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছে আমি অনেক টিপস পাচ্ছি। অনেক শেখার সুযোগ পাচ্ছি।’’

টিপটিপ করে এক নাগাড়ে বৃষ্টি পড়ে যাওয়ায় দেখা যায় ভারতীয় ড্রেসিংরুমের সামনের বারান্দায় একটা ফুটবল নিয়ে খেলতে শুরু করেছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। বেশ কিছুক্ষণ বারান্দায় ফুটবল খেলে তারা চলে যান জেএসসিএ ইন্ডোর স্টেডিয়ামে। জেএসসিএ-র সচিব দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘আমাদের ইন্ডোর স্টেডিয়াম খুব বড়। মেঝে অ্যাস্ট্রোটার্ফ। তিনটে পিচ রয়েছে। এক জন বোলার পুরো রান আপ নিয়ে বল করতে পারেন। ধোনি-কোহালিরা শুক্রবার প্রথমে কিছুক্ষণ গা ঘামিয়ে অনেকক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন।’’

শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিলেন রাঁচী আবহাওয়া অফিসের আধিকারিক আর এস শর্মা। তিনি বলেন, ‘‘বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় আগামী দু’তিনদিন গোটা ঝাড়খণ্ড জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের পরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’’

যদিও বৃষ্টির মোকাবিলা করতে জেএসসিএ যে প্রস্তুত তা জানিয়ে দিলেন আধিকারিকরা। জেএসসিএ-র এক কর্তা বলেন, ‘‘শুধু পিচ নয় কয়েক মিনিটের মধ্যে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা আমাদের রয়েছে। সেই সঙ্গে মাঠে এমন আধুনিক প্রযুক্তি রয়েছে যে জল খুব দ্রুত শুকিয়ে যাবে। পিচ থেকে মাঠ অনেকটা ঢালু সেই সঙ্গে মাঠের চারপাশে উন্নত মানের নিকাশী ব্যবস্থা থাকায় জল দাড়ানোর সম্ভাবনা নেই। ফলে ম্যাচের আগে টানা বৃষ্টি হলেও মাঠের খুব কিছু ক্ষতি হবে না।’’

এ দিকে বৃহস্পতিবারের মতো শুক্রবারও ধোনির ফার্ম হাউসে রয়েছে ডিনার পার্টি। বৃহস্পতিবার ডিনার পার্টতে ছিলেন শুধু বিরাট কোহালি, ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্য ও শিখর ধবন। শুক্রবার পুরো টিম ধোনির বাড়িতে নিমন্ত্রিত। বিকেলে একটি অনুষ্ঠান উপলক্ষে ধোনির ছেলেবেলার স্কুল জেভিএম শ্যামলীতে যান বীরেন্দ্র সহবাগ। সেখানে তাঁকে সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India-Australia রাঁচী Ranchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE