জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন লক্ষ্য সেন। পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লক্ষ্য ২১-৮, ২২-২০ ব্যবধানে হারালেন গুয়াতেমালার কেভিন কর্ডনকে। টেবিল টেনিসে সহজ জয় পেলেন হরমিত দেশাই।
৪২ মিনিটে প্রথম ম্যাচ জিতলেন ব্যাডমিন্টনে পদক জয়ের অন্যতম দাবিদার ভারতের লক্ষ্য। তাঁর সামনে প্রথম গেমে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি কর্ডন। লক্ষ্যর সার্ভিস ফেরাতে সমস্যা পড়েন গুয়াতেমালার ব্যাডমিন্টন খেলোয়াড়। প্রথম গেমে একটা সময় ১১-২ পয়েন্টে এগিয়ে যান লক্ষ্য। তার পর কিছুটা লড়াই করার চেষ্টা করেন কর্ডন। তাতেও অবশ্য লাভ কিছু হয়নি। ১৪ মিনিটে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন লক্ষ্য।
৩৭ বছরের কর্ডন বিশ্ব ক্রমতালিকায় ৪১ নম্বরে রয়েছেন। ২২ বছরের লক্ষ্য বিশ্ব ক্রমতালিকায় ১৪ নম্বরে রয়েছেন। স্বভাবতই প্যারিস অলিম্পিক্সের কোর্টে মানসিক ভাবে এগিয়ে নেমেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়। প্রথম গেম হারার পরও হাল ছাড়েননি গুয়াতেমালার প্রতিযোগী। এক সময় তিনি ১৫-৮ ব্যবধানে এগিয়েও যান। এর পর আবার খেলায় ফেরেন লক্ষ্য। শেষ পর্যন্ত ২৮ মিনিট লড়াইয়ের পর ২২-২০ পয়েন্টে দ্বিতীয় গেম জেতেন লক্ষ্য। টানা ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ২-০ গেমে ম্যাচ জিতলেন।
আরও পড়ুন:
অন্য দিকে, টেবিল টেনিসের প্রিলিমিনারি রাউন্ডে সহজ জয় পেলেন ভারতের হরমিত। জর্ডনের আবো ইয়ামান জ়াইদকে তিনি হারালেন ১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫ ব্যবধানে। ৩০ মিনিটে শেষ হয়ে গেল এই ম্যাচ।