Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket Stadium

Cricket Stadium: ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম তৈরি হতে চলেছে রাজস্থানে, ১০০ কোটি দিচ্ছে বিসিসিআই

শনিবার টুইট করে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা জানান আরসিএ সচিব বৈভব গহলৌত। তাঁর দাবি, ২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে স্টেডিয়াম।

২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হবে স্টেডিয়াম।

২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হবে স্টেডিয়াম। প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ২০:৫৯
Share: Save:

চলতি বছরেই উদ্বোধন হয়েছে ভারত তথা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরার। এবার রাজস্থানে তৈরি হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম

এই ক্রিকেট স্টেডিয়াম তৈরির দায়িত্বে রয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ)। ইতিমধ্যেই বিসিসিআই ১০০ কোটি টাকা এই খাতে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টেডিয়াম তৈরিতে মোট ২৯০ কোটি টাকা লাগছে। এর মধ্যে বোর্ডের অনুদান বাদে ১০০ কোটি ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হবে। বাকি ৯০ কোটি টাকা আসবে স্পনসরশিপ এবং বক্স বিক্রি থেকে। মোট ৭৫ হাজার মানুষ বসতে পারবেন এই স্টেডিয়ামে।

শনিবার টুইট করে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা জানান আরসিএ সচিব বৈভব গহলৌত। তাঁর দাবি, ২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে স্টেডিয়াম।

দুটি ধাপে পরিকাঠামো তৈরি হবে। প্রথম পর্যায়ে ৪০ হাজার মানুষ খেলা দেখতে পাবেন। আন্তর্জাতিক মানের দুটি অনুশীলনের মাঠ, হোটেল, জিম ইত্যাদি থাকবে। সঙ্গে থাকবে চারটি ক্রিকেট অ্যাকাডেমিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Rajasthan Cricket Stadium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE