Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rafael Nadal

ম্যাচের মাঝেই চোট, অস্ট্রেলীয় ওপেন থেকে নাদালের বিদায়

চোটের কারণে অস্ট্রেলীয় ওপেন থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। শুধু ছিটকে যাওয়াই নয়, বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে আর রড লেভার এরিনায় খেলতে দেখা যাবে না তাঁকে।

চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারলেন না নাদাল। ছবি: এএফপি।

চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারলেন না নাদাল। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৯:৩২
Share: Save:

চোটের কারণে অস্ট্রেলীয় ওপেন থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। শুধু ছিটকে যাওয়াই নয়, বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে আর রড লেভার এরিনায় খেলতে দেখা যাবে না তাঁকে।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে মঙ্গলবার মারিন চিলিচের মুখোমুখি হয়েছিলেন নাদাল। ফেভারিট ছিলেন তিনিই। ভাল মতোই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু বিপত্তি ঘটে পঞ্চম সেটে। খেলতে খেলতে পায়ের পিছনের দিকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে মেডিক্যাল সাপোর্ট নেন রাফা। কিন্তু, তার পরেও ম্যাচে আর ফিরতে পারেননি।

চোট পেয়ে যখন রাফা কোর্ট ছাড়েন, খেলার ফল তখন ৬-৩, ৩-৬, ৭-৬(৭-৫) , ২-৬ ,০-২। দু’জনেই দু’টি করে সেট জেতায় পঞ্চম সেট হয়ে উত্তেজনাময়। কিন্তু রাফার চোটে হঠাৎই ছন্দপতন!

আরও পড়ুন: চলতি বিশ্বকাপে তৈরি বিশ্বরেকর্ড ভেঙে গেল বিশ্বকাপেই

আরও পড়ুন: ভারতকে হোয়াইটওয়াশের হুঙ্কার ফিল্যান্ডারের

চোটের কারণে নাদাল ম্যাচ ছেড়ে দেওয়ায় সেমিফাইনালে কাইল এডমন্ডের মুখোমুখি হবেন চিলিচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE