Advertisement
E-Paper

ক্লাব ক্রিকেটারদের জন্য বিমার প্রস্তাব সিএবি-তে

অঙ্কিত কেশরীর মৃত্যু বোধহয় চোখ খুলে দিয়েছে সিএবি-র। এ বার ময়দানের ক্লাব ক্রিকেটারদেরও বিমা করানোর প্রস্তাব উঠে এল রাজ্য ক্রিকেট সংস্থায়। শুক্রবার ফিনান্স কমিটির বৈঠকে হয়তো এই প্রস্তাব উঠবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০৩:২১

অঙ্কিত কেশরীর মৃত্যু বোধহয় চোখ খুলে দিয়েছে সিএবি-র। এ বার ময়দানের ক্লাব ক্রিকেটারদেরও বিমা করানোর প্রস্তাব উঠে এল রাজ্য ক্রিকেট সংস্থায়। শুক্রবার ফিনান্স কমিটির বৈঠকে হয়তো এই প্রস্তাব উঠবে।

বাংলার অনুর্ধ্ব-১৯ ক্রিকেটার ছিলেন বলে অঙ্কিত ভারতীয় বোর্ডের বিমার আওতায় ছিলেন এবং তাঁর মৃত্যুতে অঙ্কিতের পরিবার বিমার অর্থ পাবে। কিন্তু সিএবি লিগে যদি এ রকম ঘটনা ঘটে, তখন কী হবে? সে জন্যই সিএবি-তে এ বার ক্রিকেটারদের জন্য বিমার প্রস্তাব উঠতে চলেছে।

প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে সিএবি-র ৯৪টি ক্লাবে ২,৩৫০ নথিবদ্ধ ক্রিকেটার খেলেন। প্রত্যেকের জন্য যদি বার্ষিক এক হাজার টাকার প্রিমিয়াম দিতে হয়, ওই বাবদ সিএবি-র বছরে ব্যয় হবে সাড়ে তেইশ লক্ষ টাকা। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেন, ‘‘অবশ্যই বিমা হওয়া উচিত। দু’বছর আগেও আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তখন ক্লাবগুলো তেমন আগ্রহ দেখায়নি।’’

এর মধ্যে অঙ্কিতের পরিবার যুগ্মসচিবদের মূলত তিনটি বিষয়ের কথা জানিয়েছে। এক, তাঁর ছেলের নাম যেন বাংলার ক্রিকেটে বেঁচে থাকে। দুই, অঙ্কিতের বাবা-মায়ের যেন আর্থিক সঙ্কট না আসে এবং অঙ্কিতের দাদা-কে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।

এ দিকে কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার শহরে
এলেও গম্ভীর আসছেন শুক্রবার দুপুরে। শহরে এসে তিনি অঙ্কিতের বাড়ি যেতে পারেন বলে কেকেআর সূত্রে খবর।

Ankit keshri cricketer Insurance proposal CAB money Biswarup Dey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy