সচিন তেন্ডুলকরের অবসর নেওয়া উচিত হয়নি। খেলা চালিয়ে যেতেই পারতেন তিনি। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক।
ইনজির মতে, কখনই ক্রিকেটকে বিদায় জানানো উচিত হয়নি লিটল চ্যাম্পিয়নের। ২০১৩ সালের নভেম্বরে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদায়ী টেস্ট খেলেছিলেন সচিন। নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, “খেলা চালিয়েই যেতে পারত সচিন। ওর ব্যাটিং দেখতে এত ভাল লাগত। ক্রিকেট থেকে দূরে যাওয়া একেবারেই উচিত হয়নি সচিনের।”
আরও পড়ুন: এই সব ভুল শুধরে না নিলে টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হতে পারে কোহালি ব্রিগেড