অলিম্পিক্সে খেলার খরচ বাবদ আইওএ তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে বলে লিখিত জানালেও আজ পর্যন্ত তার অর্ধেক টাকাও হাতে পাননি। আইওএ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতার অলিম্পিয়ান গল্ফার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। এ দিন ম্যাকলিয়ড রাসেল গল্ফের প্রথম রাউন্ডের শেষে শিবশঙ্কর বলে দিলেন, ‘‘আমি তবু সাড়ে পাঁচ লাখ টাকা হাতে পেয়েছি। অনির্বাণ লাহিড়ী তো বেচারা তাও পায়নি। ওকে তিন-চার বার ঘোরানোর পর এখন বলা হয়েছে, কাগজপত্র জমা দেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। তোমাকে আর টাকা দেওয়া যাবে না।’’শিবশঙ্কদের দাবি, অলিম্পিক্সের আগে তাঁকে ও অনির্বাণকে লিখিত জানানো হয়েছিল, রিও-য় প্রতিযোগিতা বাবদ তাঁরা তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। কিন্তু ফেরার পর বলা হয়, পনেরো লক্ষ টাকার বেশি দেওয়া যাবে না। শিবশঙ্কর বলছিলেন, ‘‘আমাদের লিখিত জানানোর পর এখন আইওএ কথার খেলাপ করছে। আমাদের না হয় ক্ষমতা আছে তাই টাকাটা নিজেদের পকেট থেকে দিতে পেরেছি। কিন্তু অন্য খেলার অ্যাথলিটদের অবস্থা কী হয়, সেটা এখন বুঝছি।’’ শিবশঙ্কর জানালেন, তাঁদের সঙ্গে টাকাপয়সা নিয়ে সব কথা বলতে হচ্ছে সাই-এর প্রজেক্ট অফিসার প্রকাশ চন্দ্র মাখোলিয়ার সঙ্গে। তবে তাঁর কাছ থেকে তেমন সহযোগিতা পাচ্ছেন না দুই তারকা গল্ফার। শিবশঙ্কর বলছিলেন, ‘‘আমার দিল্লির এক বন্ধু আমার সব কাগজপত্র আর বিল জমা করার দায়িত্ব নিয়েছিল বলে তবু এ পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকা পেয়েছি। নিজেকে করতে হলে এত ঝক্কি পোহানো সম্ভব হত না।’’