দলকে জিতিয়ে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন, পাশাপাশি রেকর্ডও করলেন মুম্বইয়ের অধিনায়ক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সমস্ত টি-টোয়েন্টি ফরম্যাটে তিনশোরও বেশি ছয়ের রেকর্ড করলেন রোহিত ‘হিটম্যান’ শর্মা।
শুক্রবার হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলতে নেমে মুজিবুর রহমানের বলে ছক্কা হাঁকানোর পরই এই রেকর্ডের অধিকারী হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ৭৮। সেখানে আইপিএলে এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১৮৩। চ্যাম্পিয়ন্স লিগ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি-সহ অন্য কয়েকটি টুর্নামেন্টে মোট ৪০টি ওভারবাউন্ডারি রয়েছে।
পঞ্জাবের বিরুদ্ধে ওভারবাউন্ডারি মারার পরই তাঁর নামের পাশে সবচেয়ে বেশি ছয় হাঁকানোর রেকর্ডটি জ্বলজ্বল করে ওঠে।