মাত্র ১২০ সেকেন্ড। আর তাতেই সব টিকিট উধাও হয়ে গেল আইপিএল-এর ফাইনাল ম্যাচের। মঙ্গলবার আইপিএলের ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করে বিসিসিআই। শুরুর ২ মিনিটেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
২ মিনিটে এভাবে টিকিট বিক্রি দেখে অনেকেই বলছেন, এটা আইপিএলের ক্রেজ। কিন্তু অনেকে আবার প্রশ্ন তুলছেন, টিকিট বিক্রির পদ্ধতিগত স্বচ্ছতা নিয়েও। কারণ কোনও নোটিস ছাড়াই বিসিসিআই হঠাত্ করে টিকিট বিক্রি শুরু করে মঙ্গলবার। আবার শুরুর মাত্র ২ মিনিটেই কী করে সব টিকিট উধাও হয়ে যায়, সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
রবিবার হায়দরাবাদে হবে চলতি আইপিএলের ফাইনাল। ৩৯ হাজার আসন রয়েছে উপ্পল স্টেডিয়ামে। সাধারণত এর মধ্যে ২৫ থেকে ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়। কিন্তু এবার ঠিক কতগুলি টিকিট বিক্রি করা হয়েছে তা নিয়ে আগে থেকে কিছুই ঘোষণা করেনি বিসিসিআই। হঠাত্ টিকিট বিক্রি শুরু করে, আর তার ২ মিনিটের মধ্যেই দেখায় সব টিকিট নিঃশেষ হয়েগিয়েছে।