Advertisement
০৭ মে ২০২৪

ভিভের শহর থেকে উদয় নতুন হিরের

এ বারের আইপিএল দেখছে অবিশ্বাস্য ক্যারিবিয়ান রূপকথা। কখনও আন্দ্রে রাসেল, কখনও কায়রন পোলার্ড, কখনও বা আলজ়ারি জোসেফ! 

জোড়া-ফলা: অভিষেকে ছ’উইকেট জোসেফের। (ডান দিকে) ২৬ বলে ৪৬ রান পোলার্ডের। পিটিআই, এএফপি

জোড়া-ফলা: অভিষেকে ছ’উইকেট জোসেফের। (ডান দিকে) ২৬ বলে ৪৬ রান পোলার্ডের। পিটিআই, এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০৪:০৫
Share: Save:

এ বারের আইপিএল দেখছে অবিশ্বাস্য ক্যারিবিয়ান রূপকথা। কখনও আন্দ্রে রাসেল, কখনও কায়রন পোলার্ড, কখনও বা আলজ়ারি জোসেফ!

ভিভ রিচার্ডস, কার্টলি অ্যামব্রোজের অ্যান্টিগা থেকে উত্থান আলজ়ারি জোসেফের। শনিবার হায়দরাবাদে স্বপ্নের আইপিএল অভিষেক ঘটল বাইশ বছরের এই তরুণ ক্যারিবিয়ান পেসারের। নিজের প্রথম বলে উইকেট নিয়ে শুরু করেছিলেন, শেষ করলেন ১২ রানে ছয় উইকেটে। যা আইপিএল ইতিহাসের সেরা বোলিং। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের সোহেল তনবীরের (৬-১৪)।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের জয়ের এই নায়ককে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখছে ক্যারিবিয়ান ক্রিকেট। জোসেফের দুরন্ত গতির ভক্ত স্বয়ং অ্যান্ডি রবার্টস। ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যামব্রোজ একবার জোসেফকে বলেছিলেন, ‘‘তুমিও অ্যান্টিগার, আমিও অ্যান্টিগার। তোমার জন্য আমি গর্বিত।’’

ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শুরু হওয়ার আগে মায়ের মৃত্যুসংবাদ এসে পৌঁছেছিল জোসেফের কাছে। সেই সংবাদ পাওয়ার পরেও দেশের হয়ে মাঠে নেমেছিলন জোসেফ। তখন থেকেই তরুণ পেসারের মনের জোরে মুগ্ধ হয়েছিল ক্রিকেটবিশ্ব। শনিবার ফের মুগ্ধ করে গেলেন তাঁর পারফরম্যান্সে।

স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স ১৩৬-৭ (২০)
সানরাইজার্স হায়দরাবাদ ৯৬ (১৭.৪)

মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত ক হুডা বো নবি ১১n১৪
ডিকক ক হুডা বো কল ১৯n১৬
সূর্য এলবিডব্লিউ বো সন্দীপ ৭n৮
ঈশান রান আউট ১৭n২১
ক্রুণাল ক বেয়ারস্টো বো কল ৬n১৩
পোলার্ড ন. আ. ৪৬n২৬
হার্দিক ক বিজয় বো রশিদ ১৪n১৪
চাহার ক বেয়ারস্টো বো ভুবনেশ্বর ১০n৭
জোসেফ ন. আ. ০n০
অতিরিক্ত ৬
মোট ১৩৬-৭ (২০)
পতন: ১-২১ (রোহিত, ৩.৪), ২-২৮ (সূর্য, ৪.৬), ৩-৪৩ (ডি কক, ৮.২), ৪-৬৩ (ক্রুণাল, ১১.৪), ৫-৬৫ (ঈশান, ১২.৫), ৬-৬৬ (হার্দিক, ১৬.৩), ৭-৯৭ (চাহার, ১৭.৬)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ৪-০-৩৪-১, সন্দীপ শর্মা ৩-০-২০-১, মহম্মদ নবি ৪-০-১৩-১, ইউসুফ পাঠান ১-০-৮-০, সিদ্ধার্থ কল ৪-০-৩৪-২, রশিদ খান ৪-০-২৭-১।

সানরাইজার্স হায়দরাবাদ
ওয়ার্নার বো জোসেফ ১৫n১৩
বেয়ারস্টো ক বুমরা বো চাহার ১৬n১০
বিজয় ক হার্দিক বো জোসেফ ৫n১০
মণীশ ক রোহিত বো বেহরেনডর্ফ ১৬n২১
হুডা বো জোসেফ ২০n২৪
ইউসুফ ক ঈশান বো চাহার ০n৪
নবি ক রোহিত বো বুমরা ১১n১৪
রশিদ ক ও বো জোসেফ ০n১
ভুবনেশ্বর বো জোসেফ ২n৬
সিদ্ধার্থ ক ডি কক বো জোসেফ ০n১
সন্দীপ ন. আ. ৫n২
অতিরিক্ত ৬
মোট ৯৬ (১৭.৪)
পতন: ১-৩৩ (বেয়ারস্টো, ৩.৪), ২-৩৩ (ওয়ার্নার, ৪.১), ৩-৪২ (বিজয়, ৬.৫), ৪-৬১ (মণীশ, ১০.৩), ৫-৬২ (ইউসুফ, ১১.২), ৬-৮৮ (হুডা, ১৫.৪), ৭-৮৮ (রশিদ, ১৫.৫), ৮-৯০ (নবি, ১৬.৪), ৯-৯১ (ভুবনেশ্বর, ১৭.১), ১০-৯৬ (সিদ্ধার্থ, ১৭.৬)।
বোলিং: জেসন বেহরেনডর্ফ ৪-০-২৮-১, যশপ্রীত বুমরা ৩-০-১৬-১, রাহুল চাহার ৪-০-২১-২, আলজ়ারি জোসেফ ৩.৪-১-১২-৬, ক্রুণাল পাণ্ড্য ২-০-৯-০, হার্দিক পাণ্ড্য ১-০-৭-০।

২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেই নজর কেড়েছিলেন জোসেফ। যেখানে ১৩টি উইকেট পান তিনি। এর পরে টেস্ট ক্রিকেটে পা। যেখানে ৯ টেস্টে নিয়েছেন ২৫ উইকেট। ১৬ ওয়ান ডে-তে ২৪ উইকেট, ৮টি টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ১৫টি উইকেট।

এ বারে নিলামের সময় কেউ দলে নেননি জোসেফকে। অ্যাডাম মিলনে চোট পাওয়ার পরে মুম্বই দলে নেয় তাঁকে। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। লাসিথ মালিঙ্গা না খেলায় এই ম্যাচে সুযোগ পান জোসেফ। এবং প্রথম ম্যাচেই ইতিহাস।

জীবনের প্রথম আইপিএল খেলতে নেমে প্রথম বলেই ছিটকে দেন ডেভিড ওয়ার্নারের স্টাম্প। প্রথম স্পেলে নিয়েছিলেন দু’উইকেট। দ্বিতীয় স্পেলে দশ বলে আট রান দিয়ে নিলেন চার উইকেট। মুম্বইয়ের সাত উইকেটে ১৩৬ রানের জবাবে সানরাইজার্স হায়দরাবাদ শেষ হয়ে যায় ৯৬ রানে।

তবে হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন পোলার্ড। একটা সময় মুম্বইয়ের রান দাঁড়িয়েছিল সাত উইকেটে ৯৭। সেখান থেকে শেষ দু’ওভারে পোলার্ড তোলেন ৩৯ রান। ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। মারেন দুটো চার, চারটি ছয়। যার মধ্যে রয়েছে এক হাতে মারা একটি বিশাল ছয়। যে ছয় মারা দেখে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আগের ম্যাচে মুম্বইকে বাঁচিয়েছিলেন পোলার্ড এবং হার্দিক পাণ্ড্য। এ দিন হার্দিক না পারলেও দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন পোলার্ড। হায়দরাবাদের দুই স্পিনার, মহম্মদ নবি এবং রশিদ খান, দু’জনেই সফল। কিন্তু সবাইকে ছাপিয়ে নায়ক আলজ়ারি জোসেফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE