কী সেই রেকর্ড? দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৮ বলে ৬২ রান করেন রাসেল। এই ইনিংস খেলার পথে আইপিএলে রাসেল দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করে ফেলেন আইপিএলে। টুর্নামেন্টের ৬৬তম ব্যাটসম্যান হিসেবে রাসেল এই মাইলস্টোন ছোঁন। রাসেলের হাজার রান এসেছে ৫৪৫ বল থেকে। এর সঙ্গে আরও একটি পালক জুড়েছে রাসেলের মুকুটে। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারের স্ট্রাইক রেট ১৮৩.৬৯। টুর্নামেন্টের ইতিহাসে এই স্ট্রাইক রেট কোনও ব্যাটসম্যানেরই নেই। আইপিএল সবে শুরু হয়েছে। সবে তিনটি ম্যাচ খেলেছে নাইটরা। যে রকম বিধ্বংসী ফর্মে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার, তাতে রাসেলের ব্যাটে লেখা হতেই পারে একাধিক রেকর্ড।
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)