টি টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে তিনি ‘হটকেক’। যে কোনও মুহূর্তে ঝড় তুলে ম্যাচ পকেটস্থ করতে জুড়ি মেলা ভার আন্দ্রে রাসেল-এর।
মাঠের ভিতরে তিনি যেমন নির্দয়, মাঠের বাইরে মোটেও তেমন মানুষ নন রাসেল। তাঁর পেশিবহুল চেহারার পিছনে রয়েছে কোমল এক হৃদয়। রবিবারের ইডেনে তার প্রমাণ দিলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’। শারীরিক কষ্ট উপেক্ষা করে মাঠে আসা এক ভক্তকে ভালবাসা উজাড় করে দিলেন রাসেল।
ঘরের মাঠে কেকেআরের খেলা থাকলেই হাজির হয় হর্ষুল গোয়েঙ্কা। সেরিব্রাল পলসিতে আক্রান্ত হর্ষুল বেশ পরিচিত মুখ। নাইট মালিক শাহরুখের সঙ্গে হর্ষুলের মোলাকাত ইডেনে বছর চার-পাঁচেক আগে। তার পর থেকে কিং খান নিজে উপস্থিত থাকতে না পারলেও নাইটদের প্রতিটি হোম ম্যাচে হর্ষুলকে টিকিট পাঠিয়ে দিতে ভোলেন না।
আরও খবর: ইডেনে রাসেল ঝড়ে ম্লান ওয়ার্নার, অসম্ভবকে সম্ভব করে জিতল কেকেআর
রবিবার সন্ধেয় অন্যান্যদের মতোই হর্ষুল দেখেছে রাসেল ঝড়। ১৯ বলে ৪৯ রানের অতিমানবিক ইনিংস খেলায় ম্যাচের সেরা হন নাইটদের দীঘল চেহারার অলরাউন্ডার। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে রাসেল ছুটে যান হুইল চেয়ারে বসা হর্ষুলের কাছে। কাছে গিয়েই তাকে জড়িয়ে ধরেন রাসেল। হর্ষুলের হাতে তুলে দেন ম্যাচ সেরা হওয়ার সেই স্মারক। নায়ককে সামনে দেখে আবেগতাড়িত হয়ে পড়ে হর্ষুলও। ভিডিয়োটি পোস্ট করেছে কেকেআর। সেখানেই রাসেল ধরা দিলেন অন্য অবতারে।
.@Russell12A with our special Knight Rider @harshulgoenka1! 💜#KKRvSRH #VivoIPL #KKRHaiTaiyaar pic.twitter.com/Memf0PtATi
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)