Advertisement
১৬ মে ২০২৪

রাসেলকে বল করাই আদর্শ প্রস্তুতি প্রসিদ্ধের

নেটে রাসেলকে বল করা মানে টি-টোয়েন্টিতে পৃথিবীর সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে নিজেকে তৈরি করে নেওয়া। আমার কাছে এটাই আদর্শ প্রস্তুতি। আত্মবিশ্বাসও বাড়ে।

মহড়া: ঘরের মাঠ বেঙ্গালুরুতে নতুন চ্যালেঞ্জ প্রসিদ্ধের। কেকেআর

মহড়া: ঘরের মাঠ বেঙ্গালুরুতে নতুন চ্যালেঞ্জ প্রসিদ্ধের। কেকেআর

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০৪:২৫
Share: Save:

আন্দ্রে রাসেলকে নেটে বল করার সুবিধা হাতে-নাতে পেতে শুরু করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি জানেন, রাসলেকে যদি নেটে পরাস্ত করতে পারেন, তা হলে টি-টোয়েন্টিতে বিশ্বের যে কোনও ব্যাটসম্যানের বিরুদ্ধে সফল হতে পারেন তিনি। ঠিক যেমন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুপার ওভারে মাত্র দশ রান দেন কর্নাটকের বাঁ হাতি পেসার। এ বার চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহালিদের হারাতে মরিয়া তিনি।

বুধবার বেঙ্গালুরুতে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রসিদ্ধ বলেন, ‘‘নেটে রাসেলকে বল করা মানে টি-টোয়েন্টিতে পৃথিবীর সেরা ব্যাটসম্যানের বিরুদ্ধে নিজেকে তৈরি করে নেওয়া। আমার কাছে এটাই আদর্শ প্রস্তুতি। আত্মবিশ্বাসও বাড়ে। ম্যাচে বড় ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করার সময় এটাই চিন্তা করি যে, আমি রাসেলকে বল করে এসেছি।’’

ম্যাচে যে বিধ্বংসী রূপে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দেখা যায়, নেটে অথবা প্র্যাক্টিস ম্যাচেও কোনও হেরফের নেই। প্রসিদ্ধ বলছিলেন, ‘‘নেটে ও ম্যাচে ওর কোনও পার্থক্য নেই। একটি প্র্যাক্টিস ম্যাচে আমাকে পরপর দু’বলে ছয় মেরেছিল। প্রত্যেকের বিরুদ্ধেই একই রকম আগ্রাসী। তাই বোলারদের জন্য এটা সব চেয়ে ভাল প্রস্তুতি। রাসেলকে আউট করতে পারলে আত্মবিশ্বাসের মাত্রাও বেড়ে যায়।’’

মঙ্গলবার নাইটদের অনুশীলনে ছিলেন না রাসেল। বিশ্রাম নেওয়ার পাশাপাশি রিকভারি ট্রেনিং করেন হোটেলেই। রাতে রবিন উথাপ্পার বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন নাইটরা। বুধবার বিকেলে মাঠে ফিরেই স্বমহিমায় দেখা গেল বিধ্বংসী অলরাউন্ডারকে। হেলমেটে ক্যামেরা লাগিয়ে বেশ কিছুক্ষণ ব্যাট করলেন রাসেল। অনুশীলনের পরে যে ভিডিয়ো ছাড়া হয় ইনস্টাগ্রামে। নারাইনেরও কোনও চোট সমস্যা নেই। ফলে আরসিবি-র বিরুদ্ধে দেখা যাবে দুই অলরাউন্ডারকেই।

প্রসিদ্ধ যদিও এ ব্যাপারে কোনও আশ্বাস দেননি। কিন্তু জানিয়ে গেলেন, দিল্লির বিরুদ্ধে অধিনায়কের নির্দেশ পাওয়ার পরেই সুপার ওভারে বল করতে গিয়েছিলেন। চার ওভারে ৩৩ রান দেওয়ার পরেও তাঁর উপরেই আস্থা রেখেছিলেন কেকেআর অধিনায়ক। প্রসিদ্ধের কথায়, ‘‘ডিকে (কার্তিক) সব সময়েই আমার উপর আস্থা রেখেছে। গত বছরও ডেথ ওভারে আমাকে দিয়ে বল করিয়েছিল। তরুণ ক্রিকেটারের কাছে অধিনায়কের আস্থার থেকে বড় আর কীই বা হতে পারে।’’শুক্রবার আরসিবি-র বিরুদ্ধে বিরাট কোহালি ও এ বি ডিভিলিয়ার্সকে কী ভাবে সামলাবেন তা নিয়েই ছক কষছেন তরুণ পেসার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE