মহেন্দ্র সিংহ ধোনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাঁর মারা বিখ্যাত হেলিকপ্টার শট বেশ ভালই রপ্ত করেছেন হার্দিক পাণ্ড্য। আর পাণ্ড্য ভেবেছিলেন, উইকেটের পিছন থেকে স্বয়ং ধোনি তাঁকে বলবেন, ‘গুড শট’।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বুধবার রাতে তিন-তিনটি ছক্কা হাঁকিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার। তার মধ্যে একটি ছক্কা এসেছে হেলিকপ্টার শট থেকে। এবারের আইপিএল শুরুর আগে থেকেই এই শট রপ্ত করার চেষ্টা করেছেন পাণ্ড্য। নেটে সময় দিয়েছেন এই শটের পিছনে। হেলিকপ্টার শট মারতে যে তিনি দক্ষ হয়ে উঠেছেন, তার প্রমাণ মিলেছে বুধবার। মাত্র আট বলে ২৫ রান করেন পাণ্ড্য। ধোনির সামনে হেলিকপ্টার শট মারার অনুভূতি কেমন?
সেই অভিজ্ঞতা শেয়ার করে পাণ্ড্য বলেছেন, ‘‘এই শটটা রপ্ত করার জন্য আমাকে খাটতে হয়েছে। ম্যাচে হেলিকপ্টার শট মারার পরে গর্ব বোধ করেছিলাম। ভেবেছিলাম এমএস এগিয়ে এসে বলবে গুড শট। এই শট খেলা খুব একটা সহজ নয়। এমএসকে বহুবার এই শট মারতে দেখেছি। এমএসের খেলা একাধিক শট কপি করার চেষ্টা করি আমরা। হেলিকপ্টার শট সেরকমই একটা। ঠিকঠাক হওয়ায় আমি খুব খুশি।’’ টুর্নামেন্ট যত গড়াবে পাণ্ড্যর ব্যাট থেকে আরও বেশি হেলিকপ্টার শট দেখা যেতেই পারে।
Special to hit helicopter shot with @msdhoni watching: Hardik
— IndianPremierLeague (@IPL) April 4, 2019
"Hoped MS would congratulate me after that shot 😜"
An overjoyed @hardikpandya7 talks about emulating inspiration MSD's pet stroke against CSK. Interview by @Moulinparikh #MIvCSK @mipaltan
📹 https://t.co/jLLWXuZRYe pic.twitter.com/aci6s6cPBF