কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকে বোলার দীপক চহার আইপিএল রেকর্ড গড়েছেন। ২০টি ডট বল করেছেন চেন্নাই সুপার কিংসের এই বোলার।
চহারের বোলিং আক্রমণে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ভেঙে পড়ে। কেকেআরের ১৯ তম ওভারে আন্দ্রে রাসেল মাত্র একটি ছক্কা হাঁকান চহারকে। বাকি পাঁচটি বলে একটি রানও নিতে পারেননি তিনি। চহার তাঁর শেষ ওভারের শেষ বলটি করার সময়ে মহেন্দ্র সিংহ ধোনি এগিয়ে এসে চেন্নাইয়ের তরুণ বোলারকে পরামর্শ দেন।
কী বলেছিলেন ধোনি? রহস্য ফাঁস করে চহার বলেছেন, ‘‘শেষ ওভারের শেষ বলটি করার আগে ধোনি এগিয়ে এসে আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিল। মাহি ভাই বলেছিল, শেষ বলে ছক্কা বা চার হোক, তাতে ক্ষতি নেই। কিন্তু কোনও মতেই যেন রাসেল সিঙ্গল নিতে না পারে।’’
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ উঠেছিল চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে
আরও পড়ুন: শরীর নিংড়ে নিচ্ছে আইপিএল, বিমানন্দরের মাটিতে ক্লান্ত ধোনির ঘুমের ছবি তুলছে প্রশ্ন
চেন্নাইয়ের উদ্দেশ্য একটাই ছিল। শেষ ওভারে যেন রাসেল স্ট্রাইক নিতে না পারে। তাঁর পরিবর্তে নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো গার্নি স্ট্রাইক নিক। সেই কারণেই চহারকে ধোনি বলেছিলেন, ‘‘নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটসম্যান শেষ ওভারে বেশি বল খেললেই ভাল।’’ চহার শেষ বলে রাসেলকে সিঙ্গল নিতে দেননি। এমনকী চহারের শেষ ওভারে চার বা ছয়ও মারতে পারেননি রাসেল। নাইটদের ইনিংসের শেষ ওভারে রাসেল নেন ১৪ রান। তার ফলে ৫০ রানে অপরাজিত থেকে যান রাসেল। কেকেআরও একশ রানের গণ্ডি টপকায়।