Advertisement
E-Paper

এত উপভোগ্য আইপিএল দেখেননি সচিন

ফাইনালের দিনই সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ ও সলমন খান। নতুন ছবি ‘ভারত’-এর প্রচারে এসেছিলেন দুই বলিউড তারকা। তাঁদের সঙ্গে ছিলেন ব্রেট লি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৯ ০৪:২৩
অতিথি: ফাইনালের আগে ব্রেট লি-র সঙ্গে সলমন ও ক্যাটরিনা। টুইটার

অতিথি: ফাইনালের আগে ব্রেট লি-র সঙ্গে সলমন ও ক্যাটরিনা। টুইটার

মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মা কেন এত সফল ব্যাখ্যা করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। রবিবার ফাইনাল শুরু হওয়ার আগে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন সচিন।

উপস্থিত সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন, কেন আইপিএলে এত সফল ধোনি ও রোহিত। সচিনের উত্তর, ‘‘দু’জনেই ভাল খেলা বোঝে। পরিস্থিতি পড়ে ফেলার ক্ষমতা রয়েছে দু’জনেরই। প্রথম বল থেকেই ম্যাচে মনোনিবেশ করে। সেটাই হয়তো সাফল্যের কারণ।’’

সচিনের মতে, অন্য বারের তুলনায় এ বার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে।

আরও পড়ুন: পর পর চার ম্যাচে হার, মুম্বই ভীতিই কি হারিয়ে দিল চেন্নাইকে?

তাঁর কথায়, ‘‘একটা ম্যাচও লক্ষ্য করিনি যেখানে গ্যালারি খালি ছিল। প্রত্যেক ম্যাচেই গ্যালারির প্রত্যেক কোণ ভর্তি হয়ে গিয়েছিল। সেই সঙ্গে এ বার ৩১টি ম্যাচের মীমাংসা হয়েছে শেষ ওভারে। এটাই তো সমর্থকেরা দেখার জন্য বারবার আসেন। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে টি-টোয়েন্টির মজা কোথায়! এ বারের আইপিএলই সব চেয়ে উপভোগ্য।’’

কেন আইপিএলে দর্শকের অভাব হয় না? সচিনের উত্তর, ‘‘এই ধরনের ম্যাচ সবাই উপভোগ করে। খেলার ধরনই এত আকর্ষণীয় যে দর্শকেরা কখনও বিরক্ত হতে পারে না। এমনকি ক্রিকেটারেরাও দর্শকদের উপস্থিতি পছন্দ করে।’’

ফাইনালের দিনই সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ ও সলমন খান। নতুন ছবি ‘ভারত’-এর প্রচারে এসেছিলেন দুই বলিউড তারকা। তাঁদের সঙ্গে ছিলেন ব্রেট লি। অস্ট্রেলীয় পেসারকেই দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের সাক্ষাৎকার নেওয়ার।

শুরুতেই ক্যাটরিনা কাইফকে ব্লেট লি জিজ্ঞাসা করেন, ‘‘কোন দলকে সমর্থন করছ?’’ ক্যাটরিনা সাফ বলে দেন, ‘‘অবশ্যই মুম্বইকে। বরাবরই মুম্বইয়ের প্রতি আমার ভাললাগা ছিল। তাই মুম্বই ছাড়া কোনও দলের কথা ভাবতেও পারছি না।’’

একই প্রশ্ন করা হয় সলমনকে। ‘ভাইজান’-এর উত্তর, ‘‘বুঝতে পারছি না কাদের সমর্থন করব। এক দিকে ধোনি ও হরভজন রয়েছে। অন্য দলে যুবরাজ সিংহ। খুবই দোটানায় পড়ে গিয়েছি।’’

তাঁদের প্রিয় দলের বিষয়ে জেনে নেওয়ার পরে সলমনকে ব্রেট লি একটি কাজ দেন। কানে, কানে অস্ট্রেলীয় পেসার তাঁকে কোনও নির্দেশ দেওয়াতেই সলমন একটি স্কেচ পেন নিয়ে আঁকতে শুরু করেন। ক্যাটরিনাকে বলা হয়, সলমনের ছবির বিষয আন্দাজ করতে। সলমন বলেন, ‘‘কী আঁকলাম?’’ ক্যাটরিনার উত্তর, ‘‘টি-শার্ট।’’ সেই টি-শার্টের পিছনে সাত নম্বর লিখে সলমন জিজ্ঞাসা করেন, ‘‘এটা কার টি-শার্ট?’’ অনায়াসে ক্যাটরিনার উত্তর, ‘‘অবশ্যই ধোনির।’’

এ বার ক্যাটরিনার কাছে নির্দেশ আসে। বলিউড অভিনেত্রী ডাম্বশারাড করে সলমনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। চোখ বুজে সলমনের উত্তর, ‘‘এটা রোহিত।’’ শেষে ব্রেট লি বলেন, ‘‘এত ব্যস্ততার মধ্যেও কী করে তোমরা ক্রিকেটের এত খবর রাখো?’’ সলমনের উত্তর, ‘‘ক্রিকেট ও বলিউড। এই দু’টো নিয়েই বেঁচে থাকে ভারতবাসী।’’

Cricket IPL 2019 Sachin Tendulkar Salman Khan Katrina Kaif Bret Lee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy