Advertisement
E-Paper

শেষ মুহূর্তে মুম্বইয়ে যুবি, কেকেআর ৫ কোটিতে নিল ব্রেথওয়েটকে

অপেক্ষাই গোটা ক্রিকেটবিশ্ব। এই নিলামের দিকে নজর রয়েছে ক্রিকেট ফ্যানেদেরও। কারণ, ২০১৯-এর আইপিএলে টি-টোয়েন্টির কোন কোন সেরার সেরারা খেলবেন, তা জানা যাবে এই নিলামের পর। ফলে উত্তেজনার পারদ তুঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:৩০
নিলামে প্রথমে অবিক্রিত যুবরাজকে ১ কোটির বেস প্রাইসে নিল মুম্বই।

নিলামে প্রথমে অবিক্রিত যুবরাজকে ১ কোটির বেস প্রাইসে নিল মুম্বই।

আইপিএলের নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠল জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তীর। বাঁ-হাতি পেসার উনাদকাটকে ৮.৪০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস। যা একটু অবাক করার মতোই। কারণ, গত মরসুমে তেমন কোনও সাফল্য পাননি তিনি। অলরাউন্ডার বরুণ চক্রবর্তীকেও ৮.৪০ কোটি টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

প্রথম দেড় ঘন্টার নিলামে অবাক করার হল যুবরাজ সিংহের অবিক্রিত থাকাও। যুবরাজের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। কিন্তু, তাঁকে নিতে আগ্রহী দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় রাউন্ডে অবশ্য তাঁকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম রাউন্ডে অবিক্রিত থাকলেন হাশিম আমলা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্শ, উসমান খাওয়াজার মতো পরিচিত নামও।

সানরাইজার্স হায়দরাবাদ আবার দুই উইকেটকিপারকে নিল নিলামে। একজন হলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। অন্যজন হলেন বাংলার ঋদ্ধিমান সাহা। গত মরসুমেও সানরাইজার্সে খেলেছিলেন ঋদ্ধি। তবে তাঁকে সে বার পাঁচ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্স। ঋদ্ধি দল পেলেও অবিক্রিত থাকলেন বাংলার মনোজ তিওয়ারি। কলকাতা নাইট রাইডার্স আবার পাঁচ কোটি টাকায় ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে নিল। এটাও অবাক করার মতো। কারণ, কলকাতা বড় নামের দিকে সাধারণত আগ্রহ দেখায় না। নিউজিল্যান্ডের জোরেবোলার লকি ফার্গুসন, হ্যারি গার্নে, নিখিল নায়েক, অ্যানরিচ নর্টজে, জো ডেলিকে নেওয়াই যার উদাহরণ।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: নিলামে বড় আকর্ষণ হেটমায়ার, প্রশ্ন যুবরাজকে নিয়ে

আরও পড়ুন: আইপিএল নিলামে স্টার হতে পারেন অন্য লিগের এই ক্রিকেটাররা

• আইপিএল নিলাম শেষ। ঘর গুছিয়ে নিল সব ফ্র্যাঞ্চাইজি। কেকেআরের হাতে রইল ২২জন ক্রিকেটার। কোচ জাক কালিস বললেন, "আমরা জানি কার্লোস ব্রেথওয়েট কী করতে পারে। দলে ভারসাম্য যোগ করছে ও। এ বার যদি আইপিএল দেশের বাইরে হয়, তার জন্যও আমরা তৈরি।"

• মানন ভোরা, অ্যাশটন টার্নার ও রিয়ান পরাগ— নিলামে শেষ তিনজনকেই বেস প্রাইসে নিল রাজস্থান।

• শ্রীকান্ত মুন্ডেকে নিল কলকাতা। ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে নেওয়া হল।

• ইংল্যান্ডের অলরাউন্ডার জো ডেলিকে নিল কেকেআর। এক কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে নিল কলকাতা।

• অক্ষদীপ নাথকে ৩ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস। বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা।

• দ্বিতীয় রাউন্ডে যুবরাজ সিংহকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ১ কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে নেওয়া হল।

• দ্বিতীয় রাউন্ডেও অবিক্রিত থাকলেন বাংলার মনোজ তিওয়ারি।

• ১ কোটি টাকার বেস প্রাইসে মার্টিন গাপ্টিলকে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

• বাংলার লেগস্পিনার প্রয়াস রায় বর্মণকে ১.৫ কোটি টাকায় নিল আরসিবি।

• প্রভসিমরান সিংহের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ৪.৮০ কোটি টাকায় তাঁকে নিল পঞ্জাব।

• ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার হ্যারি গার্নেকে ৭৫ লক্ষ টাকায় নিল কেকেআর।

• মহারাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটসম্যান নিখিল নায়েককে ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই নিল কেকেআর।

• ওশানে টমাসকে ১.১০ কোটি টাকায় নিল রাজস্থান।

• অ্যানরিচ নর্টজেকে নিল কেকেআর। ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই। অন্য় কেউ আগ্রহ দেখায়নি।

• শেরফানে রাদারফোর্ডকে ২ কোটি টাকায় নিল দিল্লি।

• ডেল স্টেইন অবিক্রিত। বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা।

• কিউয়ি জোরেবোলার লকি ফার্গুসনকে নিল কেকেআর। ১ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর। ১.৬ কোটি টাকায় তাঁকে নিল কলকাতা। লড়াইয়ে ছিল পঞ্জাবও।

• মর্নি মর্কেল রইলেন অবিক্রিত।

• ৩.৪ কোটিতে বারিন্দার স্রানকে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

• কুসল পেরেরা, মুশফিকুর রহিম, লুকে রোঞ্চি আনসোল্ড।

• ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে ৭.২০ কোটি টাকায় নিল।

• কোরি অ্য়ান্ডারসন, জেসন হোল্ডার, ঋষি ধবন, পারভেজ রসুল অবিক্রিত।

• হাশিম আমলাকে কেউ নিল না। অ্যাঞ্জেলো ম্যাথেউজও থাকলেন আনসোল্ড।

• শন মার্শ থাকলেন অবিক্রিত। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

• কলিন ইনগ্রাম ৬.৬০ কোটি টাকায় এলেন দিল্লিতে। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।

• উসমান খাওয়াজা থাকলেন অবিক্রিত। বেস প্রাইস ছিল ১ কোটি টাকা।

• বাংলার পেসার ঈশান পোড়েল থাকলেন অবিক্রিত। বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সদ্য রঞ্জি ট্রফিতে অসাধারণ বল করেছেন তিনি। কিন্তু কেউ আগ্রহ দেখায়নি নিলামে।

• ২৬ বছর বয়সী অলরাউন্ডার বরুণ চক্রবর্তীর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁর দর উঠল ৮.৪০ কোটি টাকা। তাঁকে নিল কিংস ইলেভেন পঞ্জাব। জয়দেব উনাদকাটেরও দাম উঠেছিল ৮.৪০ কোটি টাকা।

• শিবম দুবের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ৫ কোটি টাকায় নিল আরসিবি।

• রাহুল শর্মা, অ্যাডাম জাম্পা থাকলেন অবিক্রিত।

• মোহিত শর্মাকে ৫ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস।

• বরুণ অ্যারনকে ২.৪ কোটি টাকায় নিল রাজস্থান।

• মহম্মদ শামিকে ৪.৮০ কোটি টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• মালিঙ্গাকে ২ কোটি টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স।

• ইশান্ত শর্মাকে ১.১০ কোটি টাকায় নিল দিল্লি।

• জয়দেব উনাদকাটকে ৮.৪০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• ঋদ্ধিমান সাহাকে ১.২০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ। গত মরসুমে ঋদ্ধিকে ৫ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্সই।

• নিকোলাস পুরানকে ৪.২০ কোটি টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• ইংল্য়ান্ডের জনি বেয়ারস্টোকে ২.২০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন: রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স কি এ বারও চমকে দেবে?

• শুরু হল উইকেটকিপারদের নিলাম। প্রথমে অবিক্রিত নমন ওঝা।

• ৫ কোটি টাকায় অক্ষর প্যাটেলকে নিল দিল্লি ক্যাপিটালস।

• ১ কোটি টাকায় মোজেস হেনরিকেস কিংস ইলেভেন পঞ্জাবে।

• অবিক্রিত থাকলেন যুবরাজ সিংহ। এক কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহী দেখায়নি।

• কার্লোস ব্রেথওয়েটকে পেতে আগ্রহী কেকেআর।

• ৫ কোটি টাকায় ব্রেথওয়েটকে নিল কেকেআর।

• ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গেই লড়াই চলছিল কলকাতার।

• অবিক্রিত থাকলেন মার্টিন গাপ্টিল, ব্রেন্ডন ম্যাকালাম, ক্রিস ওকস।

• শিমরন হেটমায়ারকে নিয়ে লড়াই চলছে। ৪.২০ কোটিকে তাঁকে নিল আরসিবি।

• ২ কোটি টাকায় হনুমা বিহারীকে নিল দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স।

• অ্যালেক্স হেলসও অবিক্রিত।

• চেতেশ্বর পূজারা হলেন দ্বিতীয় জন। তিনিও অবিক্রিত।

• প্রথমেই উঠল মনোজ তিওয়ারির নাম। অবিক্রিত থাকলেন তিনি।

• শুরু হয়ে গেল আইপিএলের নিলাম। সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ-র অন্যতম সদস্য ডায়না এডুলজি প্রথমে সবাইকে স্বাগত জানালেন। তারপর বক্তব্য রাখলেন বোর্ডের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি।

প্রশ্ন অনেক। উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা! যখন হিউ এডমিডেসের হাতুড়ির ঘায়ে আইপিএল ভাগ্য বদলে যেতে পারে বহু ক্রিকেটারের। ঠিকই শুনেছেন! অকশনার হিসাবে এ বার রিচার্ড ম্যাডলের বদলে আইপিএল নিলামে অভিষেক ঘটছে হিউ এডমিডেসের।

আরও পড়ুন: নিলামের ঠিক আগে কী অবস্থায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস? দেখে নিন দল

আরও পড়ুন: ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রীতির পঞ্জাব

নির্বাচনী হাওয়াটা ফের গরম হতে শুরু করেছে রাজস্থানের গোলাপি শহর জয়পুরে। না! কোনও রাজনৈতিক নির্বাচন নয়। বরং ১২তম আইপিএলে বাইশ গজে কারা দাপিয়ে বেড়াবেন, তাঁদের বেছে নেওয়ার কাজটাই শুরু হতে চলেছে মঙ্গলবার দুপুরে।

অপেক্ষাই গোটা ক্রিকেটবিশ্ব। এই নিলামের দিকে নজর রয়েছে ক্রিকেট ফ্যানেদেরও। কারণ, ২০১৯-এর আইপিএলে টি-টোয়েন্টির কোন কোন সেরার সেরারা খেলবেন, তা জানা যাবে এই নিলামের পর। ফলে উত্তেজনার পারদ তুঙ্গে।

নিলামের আগেই আইপিএল দলগুলি একগুচ্ছ ক্রিকেটারদের দলে রেখে দিয়েছেন। পাশাপাশি, বেশ কয়েক জন তারকা ক্রিকেটারদের ছে়ড়েও দিয়েছেন। তাঁদের ভবিষ্যৎ কী? অন্য দলে জায়গা পাবেন কি? যুবরাজ সিংহের কথাটাই ধরুন না! এক সময়ে স্টার পারফর্মারের এটাই কি শেষ আইপিএল হতে যাচ্ছে? আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় মেরে চমক দেওয়া হজরতুল্লাহ জাজাই কোন দলে খেলার সুযোগ পাবেন? ওয়েস্ট ইন্ডিজের বহুচর্চিত হার্ডহিটার সিমরন হেটমায়ার কি এই নিলামে রেকর্ড অর্থ পাবেন?

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)

Cricket IPL 2019 IPL Auction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy