Advertisement
১৮ মে ২০২৪
Cricket Cricketer

বিশ্বকাপ জেতা মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম এগারোয় কাদের নামাতে পারেন ক্যাপ্টেন কুল?

বুধবার আইপিএলের এল ক্লাসিকো। ধোনি বনাম রোহিত শর্মার লড়াই।টানা তিন ম্যাচে জিতে মনোবল তুঙ্গে রয়েছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে-র। আজ তাঁরা ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানসের। আজ কীভাবে মুম্বই বধের জন্য দল সাজাচ্ছেন মাহি?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৮:০৩
Share: Save:
০১ ১২
বুধবার আইপিএলের এল ক্লাসিকো। ধোনি বনাম রোহিত শর্মার লড়াই। টানা তিন ম্যাচ জিতে মনোবল তুঙ্গে রয়েছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে-র। আজ তাঁরা ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। আজ মুম্বই বধের জন্য কেমন দল সাজাতে পারেন মাহি?

বুধবার আইপিএলের এল ক্লাসিকো। ধোনি বনাম রোহিত শর্মার লড়াই। টানা তিন ম্যাচ জিতে মনোবল তুঙ্গে রয়েছে চেন্নাই সুপার কিংস অর্থাৎ সিএসকে-র। আজ তাঁরা ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। আজ মুম্বই বধের জন্য কেমন দল সাজাতে পারেন মাহি?

০২ ১২
শেন ওয়াটসন: ওয়াংখেড়ের বাইশ গজে তাঁরই ওপেন করার কথা। পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ তাঁর সামনে।

শেন ওয়াটসন: ওয়াংখেড়ের বাইশ গজে তাঁরই ওপেন করার কথা। পারফরম্যান্স ঝালিয়ে নেওয়ার আরও একটা সুযোগ তাঁর সামনে।

০৩ ১২
অম্বাতী রায়ুডু: রায়ুডুর নামার কথা ওয়াটসনের সঙ্গে। শেষ ম্যাচে কিছুই করতে পারেননি। ক্রমাগত খারাপ পারফরম্যান্স বিশ্বকাপের দল থেকে ছিটকে দিতে পারে।

অম্বাতী রায়ুডু: রায়ুডুর নামার কথা ওয়াটসনের সঙ্গে। শেষ ম্যাচে কিছুই করতে পারেননি। ক্রমাগত খারাপ পারফরম্যান্স বিশ্বকাপের দল থেকে ছিটকে দিতে পারে।

০৪ ১২
সুরেশ রায়না: আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে। গত ম্যাচেও ধোনির যোগ্য সঙ্গত দিয়েছেন।

সুরেশ রায়না: আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে। গত ম্যাচেও ধোনির যোগ্য সঙ্গত দিয়েছেন।

০৫ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: মহেন্দ্র সিংহ ধোনির মারা ছয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বজয়ের সেই মাঠেই আজ নামছেন ধোনি। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক। গত ম্যাচেরও নায়ক তিনি। তাঁর অভিজ্ঞতা দলের সবচেয়ে বড় সম্পদ। চারে খেলার কথা মাহিরই।

মহেন্দ্র সিংহ ধোনি: মহেন্দ্র সিংহ ধোনির মারা ছয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বজয়ের সেই মাঠেই আজ নামছেন ধোনি। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক। গত ম্যাচেরও নায়ক তিনি। তাঁর অভিজ্ঞতা দলের সবচেয়ে বড় সম্পদ। চারে খেলার কথা মাহিরই।

০৬ ১২
কেদার যাদব: পাঁচে নামার কথা কেদার যাদবের। দলের প্রয়োজনে হাল ধরেছেন আগেও। মিডল অর্ডারের ভরসা তিনি।

কেদার যাদব: পাঁচে নামার কথা কেদার যাদবের। দলের প্রয়োজনে হাল ধরেছেন আগেও। মিডল অর্ডারের ভরসা তিনি।

০৭ ১২
ডোয়েন ব্র্যাভো: ছয় নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। ডেথ ওভারে তিনি মারাত্মক। তাই মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মাহি।

ডোয়েন ব্র্যাভো: ছয় নম্বরে নামার কথা ডোয়েন ব্রাভোর। ডেথ ওভারে তিনি মারাত্মক। তাই মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন মাহি।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা: অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সাত নম্বরে নামতে পারেন। ব্যাট হাতে তেমন প্রয়োজন না পড়লেও বল হাতে ভালই খেলেছেন তিনি।

রবীন্দ্র জাডেজা: অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা সাত নম্বরে নামতে পারেন। ব্যাট হাতে তেমন প্রয়োজন না পড়লেও বল হাতে ভালই খেলেছেন তিনি।

০৯ ১২
দীপক চাহার: দীপক চাহারের নামার কথা আট নম্বরে। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন প্রথম দুই ম্যাচে।

দীপক চাহার: দীপক চাহারের নামার কথা আট নম্বরে। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন প্রথম দুই ম্যাচে।

১০ ১২
শার্দূল ঠাকুর: নয় নম্বরে নামতে পারেন শার্দূল ঠাকুর। চাহারের সঙ্গে নতুন বলে শুরু করার কথা তাঁরই।

শার্দূল ঠাকুর: নয় নম্বরে নামতে পারেন শার্দূল ঠাকুর। চাহারের সঙ্গে নতুন বলে শুরু করার কথা তাঁরই।

১১ ১২
হরভজন সিংহ: দশ নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। ভাজ্জি দিব্যি খেলেছেন গত ম্যাচগুলিতে। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ।

হরভজন সিংহ: দশ নম্বরে নামতে পারেন হরভজন সিংহ। ভাজ্জি দিব্যি খেলেছেন গত ম্যাচগুলিতে। তাঁর অভিজ্ঞতা দলের সম্পদ।

১২ ১২
ইমরান তাহির: ১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য তাঁর স্পিন যথেষ্ট। ধোনির গুডবুকেও রয়েছেন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার।

ইমরান তাহির: ১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য তাঁর স্পিন যথেষ্ট। ধোনির গুডবুকেও রয়েছেন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE