Advertisement
E-Paper

'বিরাটদের দল কাগুজে বাঘ', কে বললেন এই কথা

কোহালির ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্ক কপি করে মাল্য টুইট করেছেন। প্রতিবারই কাগজে কলমে ভাল দল তৈরি হয়। দল প্রতিবারই ব্যর্থতার মুখ দেখে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ২০:৫৪
এবারও আইপিএল-এ ব্যর্থ বিরাটরা। ছবি : পিটিআই।

এবারও আইপিএল-এ ব্যর্থ বিরাটরা। ছবি : পিটিআই।

একের পর এক ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় নীচে জায়গা করে নেওয়া, এবার নয় বার বার। আইপিএল-এর দ্বাদশতম সংস্করণেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফলাফল গত ১০ বারের মতোই। কেবল দ্বিতীয় সংস্করণে ফাইনালে যাওয়া ছাড়া উল্লেখযোগ্য কোনও সাফল্য তো নেইই, বলা যায় পয়েন্ট তালিকায় নীচের দিকের জায়গা পাকা করে নিয়েছে আরবিসি। আরবিসি-র এই ব্যর্থতায় হতাশা গোপন করেননি বিজয় মাল্য

কাগজে কলমে প্রতিবারই ভাল দল তৈরি করে আরসিবি। কিন্তু মাঠে নামলেই কেমন যেন খেই হারিয়ে ফেলে। গোটা টুর্নামেন্টে দু’একটি ম্যাচ ভাল খেলা ছাড়া বিশেষ কিছু পাওনা নেই আরসিবি ফ্যানেদের। প্রতিবার তাঁরা ভাবেন এবার সব কিছু মনের মতো হবে। বিরাট কোহালির নেতৃত্বে একের পর এক ম্যাচ জিতে মুখরক্ষা হবে ফ্যানেদের। কিন্তু সে আশা পূর্ণ হয় না। তা-ও সমর্থকরা পাশে থাকেন। টুর্নামেন্টের শুরু থেকে আরসিবি-র বিদায় পর্যন্ত সমর্থন করে যান।

এভাবে লাগাতার হারের পরেও পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন বিরাট কোহালি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ৬টি ছবি পোস্ট করেছেন। সেখানে দল, দলের সাপোর্ট স্টাফদের পাশাপাশি সমর্থকদের ছবিও পোস্ট করেছেন বিরাট।

আরও পড়ুন : আবেগের কারণেই বিরাট-ম্যাচে উত্তাপ, মনে করছেন অশ্বিন

আরও পড়ুন : অবিশ্বাস্য ব্যাটিং করেও শেষ বলে আটকে গেলেন ফিনিশার ধোনি

Thank you guys for all the love & support - the entire team including the fans, the ground staff & the support staff! Promise to come back stronger next year. ನೀವು ಇಲ್ಲಾಂದ್ರೆ ನಾವು ಏನು ಅಲ್ಲಾ 🙏🏼 @royalchallengersbangalore #RCB #RCBBoldArmy #PlayBold

A post shared by Virat Kohli (@virat.kohli) on

তারপরেই বিরাট কোহালির এই পোস্টের উত্তর দিয়েছেন বিজয় মাল্য। কোহালির ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্ক কপি করে মাল্য টুইট করেছেন। প্রতিবারই কাগজে কলমে ভাল দল তৈরি হয়। দল প্রতিবারই ব্যর্থতার মুখ দেখে।

Royal Challengers Bangalore Vijay Mallya Virat Kohli IPL 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy