Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Virat Kohli

যোগ্য হিসেবে আরসিবি নেতা বিরাট, গম্ভীরের উল্টো সুর সৌরভের

গৌতম গম্ভীর বলেছিলেন, নেতা কোহালি সৌভাগ্যবান, কারণ একবারও আইপিএল না জেতা সত্ত্বেও আরসিবি তাঁকে অধিনায়ক রেখেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বলেছেন, যা পারফরম্যান্স, তাতে অধিনায়ক থাকারই কথা কোহালির।

এ বারের আইপিএলে কি সাফল্য পাবেন অধিনায়ক কোহালি? ছবি টুইটারের সৌজন্যে।

এ বারের আইপিএলে কি সাফল্য পাবেন অধিনায়ক কোহালি? ছবি টুইটারের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ১২:১৯
Share: Save:

বিরাট কোহালির নেতৃত্ব নিয়ে খোঁচা দিয়েছিলেন গৌতম গম্ভীর। বলেছিলেন, কোহালি সৌভাগ্যবান কারণ টানা ব্যর্থতা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর নেতৃত্বে আস্থা রেখেছে। প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য নেতা কোহালির উপর আস্থা রেখে গম্ভীরের উল্টো সুরে মন্তব্য করলেন।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’বার কাপজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর বলেছিলেন, নেতা কোহালিকে কোনও ভাবেই মহেন্দ্র সিংহ ধোনি বা রোহিত শর্মার সঙ্গে তুলনা করা চলে না। কারণ, ধোনি-রোহিতরা অধিনায়ক হিসেবে তিনবার জিতেছেন আইপিএল। তাই অধিনায়ক কোহালিকে অনেক দূর যেতে হবে বলে জানিয়েছিলেন তিনি। গম্ভীর আরও বলেছিলেন, “আরসিবির গোড়া থেকেই কোহালি আছে। গত সাত-আট বছর ধরে ওই অধিনায়ক। আর তাই ও খুব লাকি। নেতৃত্বে রেখে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ দেওয়া উচিত ওর। কারণ, খুব কম অধিনায়কই একবারও চ্যাম্পিয়ন না হয়েও এত লম্বা সময় ধরে নেতৃত্বে থাকতে পারে।”

আইপিএল নিয়ে খেলুন কুইজ

গম্ভীরের এই মন্তব্য নেতা কোহালির প্রতি খোঁচা হিসেবেই দেখছে ক্রিকেটমহল। আর এই আবহেই অধিনায়ক কোহালির পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, “অধিনায়ক হিসেবে কোহালিকে রাখার ব্যাপারে কথা বলতে গেলে ওর পারফরম্যান্সের দিকে তাকাতে হবে। ক্রিকেটের প্রত্যেক ফরম্যাটে ব্যাট হাতে ও কী করেছে তা দেখতে হবে। কোহালি হল চ্যাম্পিয়ন। যত লম্বা সময়ই হোক না কেন, আরসিবি-র অধিনায়ক ও থাকতেই পারে। আর আমি নিশ্চিত, অধিনায়ক হিসেবে ও সাফল্য পাবে।”

আরও পড়ুন: নেটে ১৬ বছর বয়সী বাংলার প্রয়াসের লেগস্পিনে মুগ্ধ আরসিবি-র চহাল

আরও পড়ুন: ভারত-পাক আকাশসীমা বন্ধ, দুই আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা হারাল দিল্লি​

২০১১ সালে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হয়েছিলেন কোহালি। পাকাপাকি ভাবে অধিনায়ক হন ২০১৩ সালে। ২০১৮ আইপিএল পর্যন্ত ৯৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৪টিতে জিতেছেন তিনি। হেরেছেন ৪৭টিতে। তাঁর সাফল্যের হার ৪৮.৩৮। আইপিএলে মোট ১৬৩ ম্যাচে ৩৮.৩৫ গড়ে ৪৯৪৮ রান করেছেন তিনি। এর মধ্যে সেঞ্চুরির সংখ্যা চার। এ বার ব্যাটসম্যান কোহালির পাশাপাশি অধিনায়ক কোহালি সাফল্য পান কিনা, সেদিকে নজর থাকছে ক্রিকেটমহলের।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE