Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2020

দ্রুততম বল বুঝতেই পারেননি নোখিয়া

নোখিয়ায় মোহিত সতীর্থ কাগিসো রাবাডার কথায়, ‘‘টেকনিক্যাল অনেক কিছু ওর থেকে শিখছি।’’

নিলামে তাঁকে যদি ছেড়ে দেয় দিল্লি তবে পেস অ্যাটাকে বৈচিত্র্য আনতে আনরিখকে নিতে পারে কেকেআর। প্যাট কামিন্স সে ভাবে সাফল্য এনে দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকান পেসার সেই সমস্যা মেটাতেই পারেন।

নিলামে তাঁকে যদি ছেড়ে দেয় দিল্লি তবে পেস অ্যাটাকে বৈচিত্র্য আনতে আনরিখকে নিতে পারে কেকেআর। প্যাট কামিন্স সে ভাবে সাফল্য এনে দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকান পেসার সেই সমস্যা মেটাতেই পারেন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:৪৯
Share: Save:

এ বারই প্রথম আইপিএল খেলছেন! আসলে এ বারও খেলার কথা নয়। অলরাউন্ডার ক্রিস ওকস ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছিল পরিবর্ত হিসেবে। দক্ষিণ আফ্রিকার সেই আনরিখ নোখিয়াই বুধবার দিল্লির জয়ের অন্যতম নায়ক। এবং বেশি চর্চা হচ্ছে, আইপিএলের ইতিহাসে তাঁর দ্রুততম বল (১৫৬.২২ কিমি প্রতি ঘণ্টায়) করা নিয়ে। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকান পেসার কিন্তু অকপটে বললেন, ‘‘বলটা করার পরে তো দ্রুততম কি না বুঝিনি। জানলাম ম্যাচের শেষে।’’ যোগ করলেন, ‘‘অনেক দিনই গতি বাড়াতে পাগলের মতো খাটছি’’

নোখিয়ায় মোহিত সতীর্থ কাগিসো রাবাডার কথায়, ‘‘টেকনিক্যাল অনেক কিছু ওর থেকে শিখছি।’’ রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথও স্বীকার করলেন, দিল্লি পেসারদের গতির কাছেই হার মেনেছেন। নোখিয়া অবাক হন, তার অত জোরে করা বলটাও জস বাটলার অবলীলায় বাউন্ডারি মারায়! অবশ্য শেষপর্যন্ত বাটলারকে বোল্ডও করেন। এমনিতে নোখিয়ার মতোই চর্চা হয়েছে অভিষেক ম্যাচ খেলা তুষার দেশপাণ্ডেকে নিয়ে। ধওয়ন বলেছেন, ‘‘লাইন-লেংথ ঠিক রেখে বিস্ময়কর বোলিং করল। স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেটটাও নিয়েছে।’’ তুষারকে নিয়ে উচ্ছ্বসিত কোচ রিকি পন্টিংয়ের টুইট, ‘‘অভিষেক ম্যাচেই অসাধারণ বোলিং! তুষারকে অভিনন্দন।’’ কিন্তু শ্রেয়স আয়ারের কাঁধের চোট কতটা গুরুতর? ধওয়ন জানিয়েছেন, যতক্ষণ না স্ক্যান রিপোর্ট আসছে ততক্ষণ ছবিটা পরিষ্কার হবে না। বলেছেন, ‘‘ওর ব্যথা তো আছেই। তবে কাঁধ নড়াতে পারছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE