আইপিএল-এ চালু হতে চলেছে নতুন নিয়ম। ২০২০ সালের আইপিএল-এর মাঝপথে এক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারকে লোনে নিতে পারবে অন্য ফ্র্যাঞ্চাইজি।
ফুটবল ক্লাবগুলো লোনে ফুটবলারদের নিয়ে থাকে। বিশ্বের সর্বত্রই এমন নিয়ম দেখা যায়। এ বার আইপিএল-এর দৌলতে ক্রিকেটেও লোনে প্লেয়ার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্টের অর্ধেকটা অতিক্রান্ত হওয়ার পরে তবেই এই ট্রান্সফার সম্ভব হবে।
দেশীয় এবং বিদেশি— সব ধরনের ক্রিকেটারকেই লোনে ট্রান্সফার করা সম্ভব হবে। গত বছরেও লোনে ক্রিকেটার ট্রান্সফারের নিয়ম প্রচলিত ছিল। তবে তা শুধু ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। গত বার অবশ্য সেই ট্রান্সফারের সুবিধা কোনও দলই নেয়নি।
নতুন বছরের আইপিএল-এ এই সুযোগের সদ্ব্যবহার করবে সব ফ্র্যাঞ্চাইজিই। টুর্নামেন্টের মাঝামাঝি দুটো ম্যাচের বেশি খেলেননি এমন ক্রিকেটারদের চাইলে লোনে নিতে পারবে অন্য দল।