Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL 2020

চোটের জন্য ছিটকে গেলেন ডোয়েন ব্র্যাভো, আরও চাপে চেন্নাই

১০ ম্যাচে ৩ জয়ে চেন্নাই এখন ৬ পয়েন্টে রয়েছে সবার শেষে। বাকি আর ৪ ম্যাচ।

ব্র্যাভোর অনুপস্থিতিতে চাপে পড়ল সিএসকে। —ফাইল চিত্র।

ব্র্যাভোর অনুপস্থিতিতে চাপে পড়ল সিএসকে। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৭:৩৭
Share: Save:

চেন্নাই সুপার কিংসের সময়টা ভাল যাচ্ছে না। একেই দল রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। তার পর চোটের জন্য আইপিএল থেকেই ছিটকে গেলেন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো

সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন যে ডান কুঁচকিতে চোট রয়েছে ক্যারিবিয়ান তারকার। ফলে, তিনি ফিরে যাবেন। এ বারের আইপিএলের শুরুর দিকেও চোটের জন্য খেলতে পারেননি ব্র্যাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্র্যাভো আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিলেন ২ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

সব মিলিয়ে এ বারের আইপিএলে ব্র্যাভো খেলেছেন ৬ ম্যাচ। করেছেন মাত্র ৭ রান। নিয়েছেন ৬ উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অনুভূত হয়েছিল ব্র্যাভোর অভাব। শেষ ওভারে দিল্লির দরকার ছিল ১৭ রান। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বল দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। কিন্তু, ৩ ছয় মেরে দিল্লিকে জিতিয়ে দেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: চোট পেয়ে ছিটকে যাওয়া বিদেশি পেসারের বদলে উইকেটকিপার নিল নাইট রাইডার্স​

আরও পড়ুন: ডাবল সুপার ওভার নয়, পঞ্জাব-মুম্বই ম্যাচে নজর কাড়লেন এই ‘রহস্যময়ী’

প্রতিযোগিতা শুরুর আগে থেকেই চেন্নাই শিবির ভুগছে নানা সমস্যায়। সুরেশ রায়না ও হরভজন সিংহ নিজেদের সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। সিএসকে এই দুই ক্রিকেটারের পরিবর্ত নেয়নি। শিবিরের অনেকে আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে, অনুশীলন শুরুও হয়েছে দেরিতে।

১০ ম্যাচে ৩ জয়ে চেন্নাই এখন ৬ পয়েন্টে রয়েছে সবার শেষে। বাকি আর ৪ ম্যাচ। তিন বারের চ্যাম্পিয়নদের প্লে-অফ থেকে দূরেই দেখাচ্ছে এই মুহূর্তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 Dwayne Bravo Chennai Super Kings CSK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE