ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা উচিত রোহিত শর্মাকে, এমনই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
মঙ্গলবার দুবাইয়ে আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে হিটম্যানের নেতৃত্বে ৫বার আইপিএল জিতল মুম্বই। মঙ্গলবারের ফাইনালের পরই ভনের দাবি, ২০ ওভারের ফরম্যাটে নিঃসন্দেহে রোহিতকে জাতীয় দলের অধিনায়ক করা উচিত। কারণ, কী ভাবে টি২০ ক্রিকেটে জিততে হয়, তা নিশ্চিত ভাবেই জানা রয়েছে রোহিতের।
ভন টুইটে লিখেছেন, ‘রোহিতেরই এখন ভারতের টি২০ দলের অধিনায়ক হওয়া উচিত। এ নিয়ে কোনও প্রশ্ন ওঠাই উচিত নয়। ও অসাধারণ ম্যানেজার এবং নেতা। কী ভাবে এই ফরম্যাটে ম্যাচ জিততে হয়, তা নিঃসন্দেহে ও জানে। এর ফলে বিরাট কোহালিও একটু হাঁফ ছেড়ে দম নিতে পারবে, শুধু খেলোয়াড় হিসেবে খেলতে পারবে। আর দু’জন অধিনায়ক রাখা বিশ্বের বাকি সব দলের ক্ষেত্রে সাফল্যও আনছে’।