মুম্বই ইন্ডিয়ান্সের নেটে ছ’জন বোলারের বোলিং অ্যাকশন অনুকরণ করলেন যশপ্রীত বুমরা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল।
সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আর এই প্রস্তুতির সময়ে নেটে মজা করে ছ’ জন বোলারের বোলিং অ্যাকশনে বল করেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা বোলার।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করেছে। তার ক্যাপশনে লেখা,‘‘ যে ছয় বোলারের বোলিং অ্যাকশন নকল করলেন বুমরা তাঁদের নাম বলুন?’’
এর পরেও ছিল বোনাস রাউন্ড। সেই রাউন্ডে বুমরার বোলিং অ্যাকশনে বল করেন মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশে যুবরাজ?
পোস্ট করা সেই ভিডিয়ো দেখে অনেকেই মুনাফ পটেল, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়াস গোপাল ও অনিল কুম্বলের কথা বলেন। বুমরা যাঁদের অনুকরণ করেছেন, তাঁদের নাম অবশ্য পরে জানিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা হলেন, গ্লেন ম্যাকগ্রা, আশিস নেহরা, কেদার যাদব, রশিদ খান ও অনিল কুম্বলে।
📹 Can you guess all 6️⃣ bowlers Boom is trying to imitate? 🤔
— Mumbai Indians (@mipaltan) September 7, 2020
PS: Wait for the bonus round 😉 #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/RMBlzeI6Rw