ফাইনালে যেতে না পারা লজ্জার। তবে ছেলেরা যে রকম লড়াই করেছে, তা গর্বিত করার মতোই। সানরাইজার্স হায়দরাবাদের তারকা কেন উইলিয়ামসন এ ভাবেই দলের আইপিএল অভিযানকে ব্যাখ্যা করলেন।
রবিবার আইপিএলের প্লে অফে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৭ রানে হেরে গিয়েছে হায়দরাবাদ। প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি। অন্য দিকে একসময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে বসেছিল হায়দরাবাদ। সেখান থেকে দারুণ লড়াই করে প্লে অফে পৌঁছন ডেভিড ওয়ার্নাররা।
গতকাল দিল্লির রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। তার পর কেন উইলিয়ামসন ও আব্দুল সামাদ পাল্টা মারের খেলা শুরু করেন। কিন্তু শেষরক্ষা আর হয়নি। উইলিয়ামসন বলছেন,“দিল্লি খুবই শক্তিশালী দল। আমরা যেরকম হারানো ছন্দ খোঁজার চেষ্টা করছিলাম, তেমনই ওরাও সেই চেষ্টা করছিল। ওরা লড়াই করার মতো রান তুলেছিল। রান তাড়া করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আমাদের শুরুটা ভাল না হলেও পার্টনারশিপ তৈরি হয়েছিল। তখন জেতার সুযোগও ছিল। কিন্তু ফাইনালে যেতে না পারা লজ্জার। তবে ছেলেরা এই লড়াইয়ের জন্য গর্ব করতে পারে।”