রাহুলের ওপর আছড়ে পড়ল সাইনির বিমার। ছবি: বিসিসিআই
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের শেষ ওভার মনে করাল বডিলাইন সিরিজ। রাজস্থানের ইনিংসের তখন শেষ ওভার। বল হাতে তরুণ পেসার নবদীপ সাইনি। ওভারের দ্বিতীয় বলটা হাত থেকে ছিটকে বেরিয়ে আছড়ে পড়ল রাহুল তেওয়াটিয়ার কলারবোনে। আঘাত পেয়ে মাঠেই বসে পড়েন তিনি। সকলের মনে তখন আতঙ্ক। তেওয়া্টিয়া ঠিক আছেন কিনা, তা দেখতে চলে আসেন সাইনি স্বয়ং। ভয়ঙ্কর হয়ে উঠতে পারত পরিস্থিতি।
সাইনির গতি বরাবরই ভয়ঙ্কর। যে বলটা তেওয়াটিয়ার শরীরে আছড়ে পড়ে, তার গতি ছিল প্রায় ১৪০কিমি প্রতি ঘন্টায়। ফিজিয়ো এসে তেওয়াটিয়ার চিকিৎসা করার পর আবার উঠে দাঁড়ান তিনি। শুধু উঠেই দাঁড়ালেন না, সাইনির পরের দু’টি বল পাঠিয়ে দিলেন গ্যালারিতে। তেওয়াটিয়ার জন্য রাজস্থান পৌঁছয় ১৫৪ রানে।
তরুণ ভারতীয়দের এই অকুতোভয় ছবিই বারবার ফুটে উঠছে এ বারের আইপিএলে।
আরও পড়ুন: কারও নাম না করে পাঠানের টুইট, লক্ষ্য কি ধোনি?