কিটব্যাগ খুলে তার ভিতরে কী কী রয়েছে ক্যামেরার সামনে দেখাচ্ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহালি। তখনই তাঁর দিকে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্স। বিরাট তাঁকে দেখে বলে ওঠেন, “এই যে! একে ছাড়া অনুশীলন সম্পূর্ণ হয় না আমার।”
এবি কাছে এসে বিরাটের কিট ব্যাগে হাত দিয়ে দেখান পিছনের দিকে থাকা চেন। বলেন, “সবাই বিরাটের ব্যাট চুরি করতে চায়। ও তাই ব্যাগের নীচের দিকে ব্যাটগুলো লুকিয়ে রাখে। যাতে কেউ তা খুঁজে না পায়। তবে আমি ঠিক চুরি করব বিরাটের ব্যাট।”
শুনে হেসে ফেলেন বিরাট। তিনি বলে ওঠেন, “হ্যাঁ, কথাটা ভুল নয়। আগে ছয় ব্যাট নিয়ে এসে দেখতাম মাঝ পথে তিনটে পড়ে রয়েছে। কেউ না কেউ ব্যাট চাইতই। আর তাই ব্যাটে চিড় ধরলে তা না সারিয়ে দিয়ে দিতাম। এ বার থেকে সারানোর দিকে মন দিয়েছি। কারণ, জানি ব্যাটগুলো ঠিক থাকা কত জরুরি। ম্যাচে যে ব্যাট নিয়ে খেলি, তাতে অনুশীলনের সময় হাত দিতে চাই না।”
আরও পড়ুন: ধোনির ‘ভয়ে’ সিদ্ধান্ত বদল আম্পায়ারের, নেটাগরিকদের ধিক্কার এমএসডিকে
আরও পড়ুন: দলে এক স্পিনার, আইপিএলে বিদেশিদের নিয়ে তৈরি সেরা একাদশে নেই নারিন-রাসেল
এ বার আইপিএলের কারণে প্রায় তিন মাসের মতো আমিরশাহিতে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বিরাট তাই বেশি সংখ্যক ব্যাট নিয়ে আসতে চেয়েছিলেন। নেটাগরিকদের মতে, বিরাট-এবির কথোপকথনই এই ভিডিয়োর সেরা অংশ।
You’ve seen cricketers carry huge kitbags filled with their favourite gear. From bats to shoes and everything else, here’s Captain Kohli showing what he’s got in his kit. Watch out for a special appearance from a special someone.#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL pic.twitter.com/VtYRUfgrIz
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 14, 2020
Best part of video!❤ pic.twitter.com/KKLlH0eCWh
— Vivek (@149in44) October 14, 2020