আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংস চতুর্থ আইপিএল ট্রফি জিতলেও এখনই উদযাপন করা হবে না। জানিয়ে দিলেন চেন্নাই কর্তা কাশী বিশ্বনাথ। বেশির ভাগ ক্রিকেটার দেশে ফিরে এলেও আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করা মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন।
সেই কারণে টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর মাহি ভারতে ফিরলে আইপিএল জয় উদ্যাপন করবে সিএসকে। বিশ্বনাথ বলেন, ‘‘আমরা খুশি মনে অধিনায়কের জন্য অপেক্ষা করব। কারণ ধোনিকে ছাড়া এই জয় উদযাপন করা সম্ভব নয়। ও এখন ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করছে। ধোনি দেশে ফিরলে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব।’’