এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ। ১১ এপ্রিল এই ম্যাচ চেন্নাইয়ে।
চেন্নাইয়েই এবার সবথেকে বেশি ৫টি ম্যাচ খেলবে ডেভিড ওয়ার্নারের দল। নাইট রাইডার্সের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচ দিয়ে রাউন্ড রবিন লিগের ম্যাচ শেষ করবে হায়দরাবাদ। এই ম্যাচ ২১ মে বেঙ্গালুরুতে।
কলকাতার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করার পরেই দুটি কঠিন ম্যাচ খেলতে হবে হায়দরাবাদকে। ১৪ এপ্রিল তাদের সামনে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর তিন দিন পর, অর্থাৎ ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদকে খেলতে হবে পাঁচ বারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।