Advertisement
০৭ মে ২০২৪
IPL 2021

IPL 2021: চেন্নাই প্লে-অফে উঠলে ধোনির কত নম্বরে ব্যাট করা উচিত, জানালেন গম্ভীর

২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে যুবরাজ সিংহের আগে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। ভারতকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ।

ধোনিকে আরও আগে দেখতে চান গম্ভীর

ধোনিকে আরও আগে দেখতে চান গম্ভীর —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১২:১২
Share: Save:

আইপিএল-এর প্লে-অফে ওঠার রাস্তা মোটামুটি সহজ চেন্নাই সুপার কিংসের সামনে। নক আউট পর্বে উঠলে মহেন্দ্র সিংহ ধোনির দলে একটা পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গৌতম গম্ভীর

লিগ টেবিলে দুই নম্বরে রয়েছে চেন্নাই। ন’ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। আইপিএল-এর দ্বিতীয় পর্বে ছ’নম্বরে ব্যাট করতে নামছেন ধোনি। সেটা পছন্দ নয় গম্ভীরের। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “নক আউট পর্বে ধোনির চার নম্বরে ব্যাট করা উচিত। প্রথমে ব্যাট করা হোক বা রান তাড়া করা, যাই হোক ধোনির চার নম্বরে নামা উচিত। তা হলে অনেকটা সময় পাবে ও। আমি এটা দেখতে চাইব। একজন অধিনায়কের এটা একটা বড় সুবিধা, নিজের ইচ্ছা মতো জায়গায় ব্যাট করতে পারে।”

২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে যুবরাজ সিংহের আগে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। ভারতকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। সেই ম্যাচে তিন নম্বরে নামা গম্ভীর করেছিলেন ৯৭ রান। একটুর জন্য শতরান হাতছাড়া হয়েছিল তাঁর। তবে ধোনির আগে নামার সিদ্ধান্ত ভারতের উপকার করেছিল। চেন্নাইয়ের হয়েও তাই আরও আগে ব্যাট করতে দেখতে চাইছেন নিজের পুরনো সতীর্থকে।

এ বারের আইপিএল-এ এখনও অবধি ৫১ রান করেছেন ধোনি। গম্ভীরের উপদেশ, “চেন্নাইয়ের তিন এবং চার নম্বর খুব বেশি রান পাচ্ছে না। ধোনির আরও বেশি সময় ব্যাট করা উচিত। ও রান করলে দলের সুবিধাই হবে।”

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে ধোনির চেন্নাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2021 MS Dhoni CSK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE