Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

গুরুর সঙ্গে টস করতে যাওয়ার মুহূর্ত কখনও ভুলবেন না চ্যালা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১১ এপ্রিল ২০২১ ১৪:০২
এম এস ধোনি ও ঋষভ পন্থ

এম এস ধোনি ও ঋষভ পন্থ
ছবি টুইটার

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। শনিবার ম্যাচ শুরু হওয়ার আগে টুইট করেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি লিখেছিলেন, ‘গুরু ও চ্যালা এ বার মুখোমুখি। আজ দারুণ মজা হবে। স্টাম্প মাইকের দিক থেকে অনেক আওয়াজ আসবে। কান সজাগ রাখবেন।’তাই গুরুর সঙ্গে সঙ্গে টস করতে যাওয়ার মুহূর্তকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন দিল্লি ক্যাপিটালসের নব নিযুক্ত অধিনায়ক।

ম্যাচ শেষ হওয়ার পর ঋষভ বলেন, ‘‘আইপিএলের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে ধোনির সঙ্গে টস করতে যাওয়া আমার কাছে বিশেষ মুহূর্ত। আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। আমি যে কোনও সমস্যায় পড়লে ধোনির কাছেই ছুটে যাই।’’

শিখর ধওয়ন (৫৪ বলে ৮৫) ও পৃথ্বী শ (৩৮ বলে ৭২)-র ঝোড়ো ইনিংসের ওপর নির্ভর করে ৭ উইকেটে জয় পায় গতবারের রানার্সরা। পন্থ বলেন,‘‘পৃথ্বী ও শিখর পাওয়ার প্লেতেই আমাদের প্রয়োজনীয় কাজ করে দিয়েছিল। বেশি কিছু করার চেষ্টা না করে শুধু বাউন্ডারি মারার দিকেই মন দিয়েছিল ওরা ।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement