Advertisement
২৭ এপ্রিল ২০২৪
IPL 2021

IPL 2021: ‘ও জোরে বল করল, নাকি আস্তে’, চহালকে বিশ্বকাপ দলে না দেখে নির্বাচকদের তোপ হরভজনের

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি উইকেট রয়েছে তাঁর। কিন্তু আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি।

রবিবার তিন উইকেট নিয়েছেন চহাল।

রবিবার তিন উইকেট নিয়েছেন চহাল। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭
Share: Save:

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি উইকেট রয়েছে তাঁর। কিন্তু আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি। কারণ, তিনি নাকি ‘ধীর গতিতে’ বল করেন। সংযুক্ত আরব আমিরশাহির পিচে যা নাকি মানানসই নয়। কিন্তু রবিবার দুবাইয়ের পিচে তিন উইকেট নিয়ে যুজবেন্দ্র চহাল বুঝিয়ে দিয়েছেন, তাঁকে না নিয়ে ভুল করেছেন নির্বাচকরা।

চহালের পারফরম্যান্সের পর নির্বাচকদের কটাক্ষ করেছেন হরভজন সিংহও। প্রাক্তন স্পিনার ম্যাচের পর টুইট করেছেন, ‘আপনারাই বলুন, চহাল আজ জোরে বল করেছে, না আস্তে??? ৪-০-১১-৩, কী অসাধারণ স্পেল করলে চ্যাম্পিয়ন।’ উল্লেখ্য, আমিরশাহিতেই হবে বিশ্বকাপ। তার আগে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন চহাল।

পাশাপাশি, চহালের বদলে যাঁকে দলে নেওয়া হয়েছে, সেই রাহুল চাহার রবিবার চার ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন। আগের দুটি ম্যাচে একটিও উইকেট পাননি তিনি। সেখানে চহালের ইতিমধ্যেই আমিরশাহি-পর্বের আইপিএল-এ পাঁচ উইকেট হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2021 RCB Yvzvendra Chahal Harbhajan Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE