Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2021

আইপিএল পয়েন্ট তালিকায় ৭ নম্বরে নেমে যেতে পারে মর্গ্যানের কলকাতা

রবিবার কলকাতাকে হারিয়ে কোহলীর বেঙ্গালুরু শীর্ষে চলে গেল। তারা ৩টি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে।

সাতে নামতে পারে কলকাতা।

সাতে নামতে পারে কলকাতা। ছবি আইপিএল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২০:৩২
Share: Save:

আইপিএলে ৩টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারলেও পয়েন্ট তালিকায় আগের মতোই ছয় নম্বরে রয়েছে কেকেআর। কিন্তু রবিবারই তারা সাত নম্বরে নেমে যেতে পারে।

এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলে কলকাতার পয়েন্ট ২। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারানোর পর কলকাতাকে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। রবিবার কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের পর ২ পয়েন্টে রয়েছে ৫টি দল। নেট রান রেটের বিচারে কলকাতা ছয় নম্বরে রয়েছে। রবিবার পরের ম্যাচে পাঞ্জাব কিংস যদি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেয় তাহলেই কলকাতা সাতে নেমে যাবে।

এখনও পর্যন্ত ২ পয়েন্টে থাকা দলগুলোর মধ্যে নেট রানরেট সবথেকে ভাল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের। তাদের নেট রান রেট ০.৬১৬। এরপর রয়েছে দিল্লি ক্যাপিটালস (০.১৯৫), রাজস্থান রয়্যালস (০.০৫২), কলকাতা নাইট রাইডার্স (-০.৬৩৩), পাঞ্জাব কিংস (-০.৯০৯)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রবিবার কলকাতাকে হারিয়ে কোহলীর বেঙ্গালুরু শীর্ষে চলে গেল। তারা ৩টি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে। স্বাভাবিক ভাবেই নেট রান রেট তাদেরই সবথেকে ভাল, ০.৭৫০। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৩টি ম্যাচ খেলে ২টি জিতেছে। তারা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রোহিতদের নেট রান রেট ০.৩৬৭। একটিও ম্যাচ জিততে না পারা সানরাইজার্স হায়দরাবাদ সবার শেষে আট নম্বরে। তাদের নেট রান রেট -০.৪৮৩।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR RCB Eoin Morgan IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE