Advertisement
১১ মে ২০২৪
Harshal Patel

IPL 2021: অল্পের জন্য ব্র্যাভোর রেকর্ড ভাঙতে পারলেন না হর্ষল পটেল

২০১৩ সালের আইপিএল-এ ৩২টি উইকেট নিয়েছিলেন ব্র্যাভো। সেটাই এখনও অবধি এক মরসুমে কোনও বোলারের নেওয়া সর্বোচ্চ উইকেট।

হর্ষল পটেল

হর্ষল পটেল টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১২:১৫
Share: Save:

ডোয়েন ব্র্যাভোর রেকর্ড স্পর্শ করলেও অল্পের জন্য তাঁকে পেরিয়ে যেতে পারলেন না হর্ষল পটেল। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৯ রান দিয়ে দুটি উইকেট পেলেও এক মরসুমে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভাঙতে পারলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জোরে বোলার। সোমবার কেকেআর-এর বিরুদ্ধে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে আরসিবি। ফলে ব্র্যাভোর রেকর্ড ভাঙার কোনও সুযোগ থাকছে না তাঁর কাছে।

২০১৩ সালের আইপিএল-এ ৩২টি উইকেট নিয়েছিলেন ব্র্যাভো। সেটাই এখনও অবধি এক মরসুমে কোনও বোলারের নেওয়া সবথেকে বেশি উইকেট। হর্ষলও এ মরসুমে ৩২টি উইকেট পেয়েছেন।

সোমবার সুনীল নারাইনের ক্যাচ দেবদত্ত পাড়িক্কল না ফেললে সোমবারই চেন্নাই সুপার কিংস অলরাউন্ডারকে পেরিয়ে যেতে পারতেন হর্ষল। তবে তা আর হল না।

হর্ষল পটেল

হর্ষল পটেল গ্রাফিক: সনৎ সিংহ

হর্ষলই একমাত্র বোলার যাঁর এই মরসুমে হ্যাটট্রিক রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এ মরসুমে তিন জন বোলারের এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হর্ষলও। বাকি দুই বোলার পঞ্জাব কিংসের অর্শদীপ সিংহ ও কেকেআর-এর আন্দ্রে রাসেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harshal Patel RCB KKR Dwayne Bravo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE