সহজে যেখানে জয় আসত, সেখানে কঠিন করে জিতল কলকাতা নাইট রাইডার্স। শেষ দিকে দারুণ ভাবে ম্যাচে ফিরেও হারতে হল দিল্লি ক্যাপিটালসকে। কী ভাবে জিতল কলকাতা? কেন হারতে হল দিল্লি ক্যাপিটালসকে? বিশ্লেষণ করলেন সুনীল গাওস্কর।
রবিচন্দ্রন অশ্বিন দিল্লিকে ম্যাচে ফেরালেও শেষ ওভারে তাঁর ভুলেই হারতে হয়েছে বলে মনে করছেন গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘অশ্বিন অত্যন্ত বুদ্ধিমান বোলার। কোন ব্যাটসম্যানকে ঠিক কী বল করতে হবে, সেটা ও খুব ভাল করে জানে। আর সেটাই করছিল। ব্যাটসম্যান কী ভাবছে, সেটা ধরে ফেলছিল। ও জানত সুনীল নারাইন নামবে এবং সব বলেই মারার চেষ্টা করবে। তাই ওকে অফ স্টাম্পের একটু বাইরে বল করল। লং অনে ক্যাচ দিয়ে আউট হল নারাইন।’’