ইংল্যান্ড সফরে দুর্দান্ত খেলার পরে ভারতীয় তারকাদের দেখার ব্যাপারে আগ্রহ এখন তুঙ্গে। যে কারণে বলতেই হচ্ছে, টি-টোয়েন্টি লিগটা একেবারে ঠিক সময়ই আবার শুরু হচ্ছে।
আইপিএলকে অবশ্য সমর্থনের ব্যাপার নিয়ে কখনওই মাথা ঘামাতে হয়নি। কিন্তু জাতীয় দল এবং সেই দলের প্রত্যেক ক্রিকেটার যখন ভাল খেলে, তখন ক্লাব সমর্থকদের মধ্যে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়। সমর্থকেরা মনে করেন, আমাদের দলের ক্রিকেটারেরা এত ভাল ফর্মে আছে। তা হলে হয়তো আইপিএলটাও জিতব। এ বারের আইপিএল নতুন কোনও দলের হাতেও উঠতে পারে।
এই প্রতিযোগিতায় সহজ ম্যাচ বলে কিছু হয় না। সব দলই নিলামে দারুণ ক্রিকেটার কিনেছে। যারা আইপিএলের এই পর্ব থেকে সরে দাঁড়িয়েছে, তাদের অভাব খুব একটা টের পাওয়া যাবে বলে মনে হয় না। শুধু রাজস্থান রয়্যালসের বেন স্টোকস এবং জস বাটলার ছাড়া। এই দু’জনই দারুণ খেলে গিয়েছে নিজেদের দলের হয়ে। বাকিরা তো নিজের নিজের দলের প্রথম একাদশে জায়গা পেত কি না, ঠিক নেই। যে কারণে ওদের না থাকাটা দলকে ভোগাবে বলে মনে হয় না।