চোটের কারণে আগেই আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন টি নটরাজন। শুক্রবার জানা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ পেসারের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। তবে কবে সেই অস্ত্রোপচার হবে তা এখনও জানা যায়নি। আপাতত তাঁর চোটের উপরে কড়া নজর রাখা হচ্ছে।
এ বারের আইপিএল-এ মাত্র দুটি ম্যাচ খেলেছেন নটরাজন। তবে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরেই। শুক্রবার হায়দরাবাদের পোস্ট করা এক ভিডিয়োয় বলেছেন, “আইপিএল-এর বাকি ম্যাচ খেলতে পারব না ভেবে দুঃখ লাগছে। গত মরসুম ভাল খেলা এবং ভারতের হয়ে খেলার জন্যে এ বার আশা বেশি ছিল। দুর্ভাগ্যবশত আমাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে। তাই এই মরসুমে খেলতে পারব না। কথা বলার মতো কোনও ভাষা নেই। আশা করি সানরাইজার্স প্রতিটি ম্যাচে জিতুক।”
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের ওই চোট নাকি পুরোপুরি সারেইনি নটরাজনের। বেশি চাপ নেওয়ার কারণেই নাকি চোট পেয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্যে গিয়েছিল ও। ইংল্যান্ড সিরিজের জন্য ফিট ঘোষণা করা হয়েছিল ওকে। কিন্তু বোঝাই যাচ্ছে ও ১০০ শতাংশ ফিট ছিল না।”
🗣️ "I'm sad to miss the remaining games this season."@Natarajan_91 has been ruled out of the tournament due to injury and we along with the entire squad wish him a speedy recovery 🧡#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/b4mzS3Rfrp
— SunRisers Hyderabad (@SunRisers) April 23, 2021