Advertisement
E-Paper

কুঁড়েঘর থেকে কোটি টাকার বাড়ি, আইপিএল বদলে দিয়েছে জীবন

নাথু সিংহ। নামটা শুনে অনেক স্মৃতি খুঁজেও মনে করতে পারা যাবে না নামটা। চেনা চেনাও লাগবে না। তিনি নাকি ক্রিকেট খেলেন। আইপিএলও খেলেছেন গত বছর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। না তেমন কিছু করতে পারেননি যা দিয়ে তাঁকে ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪০
নাথু সিংহ। ছবি: সংগৃহীত।

নাথু সিংহ। ছবি: সংগৃহীত।

নাথু সিংহ। নামটা শুনে অনেক স্মৃতি খুঁজেও মনে করতে পারা যাবে না নামটা। চেনা চেনাও লাগবে না। তিনি নাকি ক্রিকেট খেলেন। আইপিএলও খেলেছেন গত বছর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। না তেমন কিছু করতে পারেননি যা দিয়ে তাঁকে ক্রিকেটপ্রেমীরা মনে রাখবেন। আবার নতুন মরসুম, নতুন স্বপ্ন নাথু সিংহর সামনে। কোটি টাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ বার ফিরতে হবে বল হাতে। এই আইপিএল-এই।

আরও খবর: একটি বই বদলে দিয়েছে বিরাটের জীবন

নাথুর জীবন হঠাৎই বদলে গিয়েছিল। স্যাঁতসেতে কুঁড়েঘর থেকে ক্রিকেট খেলার স্বপ্নটা তো দেখে ফেলেছিলেন নাথু সিংহ আগেই। কিন্তু সেই স্বপ্ন যে এ ভাবে সফল হবে ভাবেননি রাজস্থানের এই মিডিয়াম পেসার। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে তিন কোটি দু’লাখ টাকাটা সারা জীবনের সঞ্চয়ের থেকেও অনেক অনেকগুন বেশি। কিন্তু এমনটাই ঘটেছিল গত বছরের আইপিএল-এ। আইপিএল নিলামে যখন তাঁর জন্য গলা ফাটাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স তখনও বোঝেননি তাঁর দাম এখানে গিয়ে থামবে। ঘরে টেলিভিশন ছিল না। দেখতে পারেননি নিলাম। তাঁকে নিয়ে দর হাকাহাকি। জেনেছিলেন পরে। কেটেকুটে তাঁর হাতে এসেছিল দু’কোটি ৮০ লাখ টাকা। সেটাও ছিল তাঁর ভাবনার বাইরে। কারণ এতদিন দেখে এসেছেন কী ভাবে বাঁচার লড়াই চালাতে হয়েছে তার পরিবারকে। বাবার আট হাজার টাকা মাইনের চাকরীর উপরই বেঁচে থাকা। কিন্তু একটা আইপিএল কী ভাবে বদলে দিয়েছিল জীবন। নাথু বলেন, ‘‘আমরা সব সময় একটা ছোট্ট স্যাতস্যাতে ঘরে থেকেছি। তাই আমার প্রথম লক্ষ্য ছিল পরিবারের জন্য একটা বাড়ি। যেটা তৈর হচ্ছে। যখন শেষ হবে তখন সেই বাড়ির পিছনে খরচ হবে এককোটি ৫০ লাখ টাকা। বাকি ৫০ লাখ বিভিন্ন ভাবে কাজে লাগিয়েছেন তিনি। নিজের জন্য একটি গা়ড়ি কিনেছেন রাজস্থানের এই মিডিয়াম পেসার। ‘‘আমার একটা বাইক ছিল। এখন নিজের জন্য একটা গাড়ি কিনেছি। এটা স্বপ্ন সফল হওয়া। আমি সব সময়ই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। যখন আইপিএল-এ ডাক এল তখন বুঝলাম আমি সঠিক পথেই আছি।’’

নাথু সিংহ।

গত বছর চোটের জন্য খেলতে পারেননি। তাঁর জন্য যেটা ছিল জোড় ধাক্কা। এখান থেকেই খুলে যেতে পারত ভারতীয় দলের দরজা। তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু চোট সেটা হতে দেয়নি। রাজস্থানের হয়ে নিয়মিত রঞ্জি ট্রফিও খেলতে পারেননি। দলীপ ট্রফির একটা ম্যাচে ভাল খেলা জাতীয় দলের রাস্তা হতে পারে না সেটা জানেন তিনি। বলেন, ‘‘আমি পেস বোলিং করতে ভালবাসি। কিন্তু গত বছরটা খেলতেই পারিনি। খুব স্লো বল করেছি। যেটা মন থেকে মানতে পারিনি। আমি ১৪০ কিলোমিটার বেগে বল করি।’’ ২০ ফেব্রুয়ারি আবারও আইপিএল নিলাম। আবার নতুন স্বপ্ন নাথু সিংহর সামনে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিলিজ করে দিয়েছে। এ বারও তিনি রিলিজের তালিকায় রয়েছেন। বেস প্রাইস ৩০ লাখ। গতবারের মতো কী কোটি টাকার গন্ডি পেড়িয়ে যেতে পারবেন রাজস্থানের এই পেসার? হতে পারবেন বিশ্বের দ্রুততম পেসার। এটাই তো সব থেকে বড় স্বপ্ন নাথু সিংহর।

Nathu Singh IPL 2017 Rajasthan Pacer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy