Advertisement
০৬ মে ২০২৪
Sports News

বাসিল থাম্পি এক বছরের মধ্যে ভারতের হয়ে খেলবে: ব্রাভো

তাঁর বলে মঙ্গলবার প্যাভেলিয়নে ফিরেছিলেন টি২০র সেরা ব্যাটসম্যান। ক্রিস গেইল তাঁর বলে এলবিডব্লু হয়েই ৭৭ রানে আউট হন। যদিও তাঁর আগেই করে ফেলেছেন ১০ রানের রেকর্ড।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ২২:১২
Share: Save:

তাঁর বলে মঙ্গলবার প্যাভেলিয়নে ফিরেছিলেন টি২০র সেরা ব্যাটসম্যান। ক্রিস গেইল তাঁর বলে এলবিডব্লু হয়েই ৭৭ রানে আউট হন। যদিও তাঁর আগেই করে ফেলেছেন ১০ রানের রেকর্ড। যাঁর হাতে সব টি২০র রেকর্ড সেই গেইলকে প্যাভেলিয়নে ফেরানোটা যেমন একজন বোলারের কাছে অনেকটা প্রাপ্তি ঠিক তেমনই নজর কেড়ে নেওয়া বিশ্বের সেরাদের। ঠিক যে ভাবে কেরলের ফার্স্ট বোলার বাসিল থাম্পি নজর কেড়ে নিয়েছেন ডোয়েন ব্রাভোর। ওয়েস্ট ইন্ডিজের এই অল-রাউন্ডার তো এখনই বাসিলকে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন।

আরও খবর: ফ্লাইটে কার ছবি তুলে পোস্ট করলেন যুবরাজ

একই দল গুজরাত লায়ন্সের হয়ে খেলছেন দু’জন। কাছ থেকেও দেখছেন এই উঠতি ক্রিকেটারকে। ভাগাভাগি করে নিচ্ছেন ড্রেসিংরুমও। সেই অভিজ্ঞতা থেকেই ব্রাভো বলেন, ‘‘বাসিল থাম্পি খুবই প্রতিভাবাণ ক্রিকেটার। আমি বলতে পারি আর এক বছরের মধ্যে ও ভারতের হয়ে খেলবে। ওর প্রতিভা তো আছেই সঙ্গে স্কিলও আছে। ওপর মধ্যে সব সময় শেখার খিদে রয়েছে।’’ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই সবার নজর কেড়ে নিয়েছিলেন এই উঠতি পেসার। সবাইকে মুগ্ধ করেছিল ওর নিয়মিত ইয়র্কার করে যাওয়া। আর বেঙ্গালুরুর বিরুদ্ধে সব থেকে বেশি ডট বল করেছিলেন থাম্পি। ৩১ রান দিয়ে এক উইকেটের ম্যাচে ১১টি ডট বল করেছিলেন তিনি। ব্রাভো থাম্পিকে নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে তাঁর অধিনে রেখেই তৈরি করতে চাইছেন তিনি। বলেন, ‘‘ওর মধ্যে শেখার একটা প্রবল ইচ্ছে রয়েছে। ও সব সময় সঠিক প্রশ্ন করে। আমার মতে, ভারতীয় ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে যখন সেখানে এমন একজন ক্রিকেটার তৈরি হচ্ছে।’’

থাম্পিকে ব্রাভো এখনই উমেশ যাদব, মহম্মদ শামির মত অভিজ্ঞ বোলারের সঙ্গে তুলনা করেছেন। বলেন, ‘‘আমি ওকে খুব কাছ থেকে দেখছি, আমি ওকে সব সময় আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করি। ও এখনও শিখছে। ওকে আরও খেলার সুযোগ দিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE