গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। তবে এ বার দল পাননি অইন মর্গ্যান। কলকাতা তো বটেই, কোনও দলই নিলামে তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। দল না পেয়ে এত দিনে মুখ খুললেন ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক। জানালেন, এ বার খেলার সুযোগ না পাওয়ায় খুব একটা দুঃখ পাননি তিনি।
আইপিএল প্রসঙ্গে মর্গ্যান বলেন, ‘‘সত্যি বলতে খুব একটা খারাপ লাগছে না। বিশ্বের সেরা প্রতিযোগিতায় খেলতে পারার অভিজ্ঞতা অবশ্য সম্পূর্ণ আলাদা। আইপিএলে যে কয়েক বছর খেলেছি অনেক ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতা আমাকে আরও পরিণত করেছে।’’
আরও পড়ুন:
এ বারের মরসুমে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছেন মর্গ্যান। সামনের লম্বা ক্রিকেট মরসুমের আগে এই বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। মর্গ্যান বলেন, ‘‘এর পরে একেবারে বিশ্বকাপ পর্যন্ত টানা ক্রিকেট রয়েছে। তাই তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগছে।’’
২০২১ সালে কলকাতার অধিনায়ক থাকলেও ব্যাট হাতে ভাল করতে পারেননি মর্গ্যান। ১৭ ম্যাচে মাত্র ১৩৩ রান করেন। কলকাতার কোনও অধিনায়ক হিসেবে এক মরসুমে সব থেকে কম রান করার রেকর্ড করেন মর্গ্যান। তাই দলকে ফাইনালে তুললেও তাঁকে ধরে রাখেনি নাইট রাইডার্স।