ফের খারাপ খবর চেন্নাই সুপার কিংস শিবিরে। হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে গিয়ে এ বার পিঠে চোট পেয়েছেন দলের বোলার দীপক চাহার। ফলে কবে তিনি সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি এই মরসুমে আদৌ মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে মাঠে নামতে পারবেন কি না সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। চাহারের চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও সিএসকে-কে কোনও রিপোর্ট পাঠায়নি বোর্ড।
ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান চাহার। তার পর থেকে এক মাসের বেশি সময় ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। পুরনো চোট এখনও পুরোপুরি সারেনি। জানা গিয়েছিল, আইপিএলের বেশ কিছু ম্যাচে খেলতে পারবেন না চাহার। তবে চেন্নাই শিবিরের আশা ছিল, এপ্রিলের শেষ দিকে দলে ফিরবেন তিনি। নতুন চোটের ফলে চাহারের দলে ফেরার সম্ভাবনা আরও কমল।