জয় দিয়ে আইপিএল শুরু করল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল তারা। প্রথমে ব্যাট করে ২০৮ রান করেছিল কেকেআর। রান তাড়া করতে নেমে ভাল লড়াই করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৪ রানে জেতে কলকাতা। ঘরের মাঠে কেকেআরের জয়ের নেপথ্যে পাঁচ কারণ কী কী?
কেকেআরের জয়ের পাঁচ কারণ—
১) পুরনো ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ় থাকার পরেও নতুন ফিল সল্টকে প্রথম একাদশে রেখেছিল কেকেআর। প্রথম ম্যাচেই ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সল্ট। সুনীল নারাইন, বেঙ্কটেশ আয়ার, শ্রেয়স আয়ার, নীতীশ রানার উইকেট হারিয়ে কলকাতা যখন চাপে তখন দলকে ভরসা দেন তিনি। বড় রানের ভিত গড়েন সল্ট।
২) ইডেনে উঠল রাসেল ঝড়। ম্যাচ জিততে হলে বড় রান করতে হত কেকেআরকে। সেই কাজটা করলেন রাসেল। ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেললেন তিনি। রাসেলের ব্যাটে ভর করে ২০৮ রান করল কেকেআর। নইলে জিততে পারত না কলকাতা।
আরও পড়ুন:
৩) বল হাতে নিজের কাজ করলেন সুনীল নারাইন। রান তাড়া করতে নেমে ওভার প্রতি ১০ রানের বেশি তুলছিল হায়দরাবাদ। ঠিক তখনই বল করতে আসেন নারাইন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নারাইনের বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি ব্যাটারেরা। হায়দরাবাদের রান তোলার গতিতে ধাক্কা দেন নারাইন।
৪) শেষ ওভারে হায়দরাবাদের জিততে দরকার ছিল ১৩ রান। শ্রেয়স বল তুলে দেন হর্ষিত রানার হাতে। তরুণ পেসার মাত্র ৮ রান দেন। ভয়ঙ্কর দেখানো হেনরিখ ক্লাসেন ও শাহবাজ় আহমেদকে আউট করেন তিনি।
৫) ২৯ বলে ৬৩ রান করে খেলা কেকেআরের হাত থেকে একাই ছিনিয়ে নিচ্ছিলেন ক্লাসেন। শেষ ২ বলে ৫ রান দরকার ছিল। তখনই রানার বলে বড় শট মারতে যান ক্লাসেন। বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান অঞ্চলে যায়। পিছন দিকে ছুটে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন সুযশ শর্মা। তিনি ক্যাচ ধরতে না পারলে বাউন্ডারিও হতে পারত। সেই একটি ক্যাচ ম্যাচের ভাগ্য বদলে দেয়।