Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPL 2023

আইপিএলের শুরুতেই ধোনি-হার্দিক লড়াই! গত বারের নিরিখে এগিয়ে কারা?

আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। গত বার মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পাণ্ড্যর লড়াইয়ে কে এগিয়ে ছিলেন?

Picture of MS Dhoni and Hardik Pandya

এ বারের আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) ও হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২০:২৩
Share: Save:

এ বারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই খেলবে গত বারের ট্রফি জয়ী গুজরাতের বিরুদ্ধে। এক দিকে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি, অন্য দিকে অধিনায়কত্বের আঙিনায় ফিনিক্সের মতো উঠে আসা হার্দিক পাণ্ড্য। এক দিকে গুরু। অন্য দিকে শিষ্য।

ধোনির অধিনায়কত্বেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল হার্দিকের। পরে একাধিক বার হার্দিক জানিয়েছেন, তিনি ধোনির থেকে শেখেন। এমনকি গত বার তাঁর নেতৃত্বে যখন গুজরাত চ্যাম্পিয়ন হয়েছিল তখনও ধোনির কথা বলেছিলেন তিনি। মাঠে ধোনির মতোই শান্ত থাকেন হার্দিক। গুরু-শিষ্যের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে শুক্রবার রাতে। কিন্তু গত বারের নিরিখে স্পষ্ট এগিয়ে শিষ্য হার্দিক।

গত বারই প্রথম আইপিএলে খেলতে নেমেছিল গুজরাত। সেই হিসাবে গত বারই প্রথম মুখোমুখি হয়েছিল দু’দল। দু’বারই চেন্নাইকে হারিয়েছে গুজরাত। অর্থাৎ, এ বার খেলতে নামার আগে হার্দিকরা ২-০ এগিয়ে রয়েছেন।

গত বার ১৭ এপ্রিল প্রথম মুখোমুখি হয়েছিল দু’দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছিল চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড় করেছিলেন ৪৮ বলে ৭৩ রান। অম্বাতি রায়ডুর ব্যাট থেকে ৩১ বলে ৪৬ রান এসেছিল। শেষ দিকে রবীন্দ্র জাডেজা করেছিলেন ১২ বলে ২২ রান।

সেই রান করেও জিততে পারেনি চেন্নাই। ১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল গুজরাত। শুরুটা ভাল না হলেও ডেভিড মিলার ৫১ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। রশিদ খান করেছিলেন ২১ বলে ৪০ রান।

দ্বিতীয় পর্বের ম্যাচে ১৫ মে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও গুজরাত। সেই ম্যাচেও প্রথমে ব্যাট করেছিল চেন্নাই। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছিল তারা। গায়কোয়াড় ৫৩ ও নারায়ণ জগদীশন ৩৯ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় গুজরাত। ওপেনার ঋদ্ধিমান সাহা ৬৭ রান করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE