আইপিএলে এক সময় ম্যাচ শেষে আকর্ষণের জায়গা ছিল পার্টি। যেখানে খেলোয়াড়দের নাচতে দেখা যেত। মেতে উঠতে দেখা যেত উৎসবে। সে দল হারুক, জিতুক তাতে যায় আসে না। এমনই পুরনো একটি ভিডিয়ো হঠাৎ করে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। বিরাট কোহলি, ক্রিস গেল, মুথাইয়া মুরলীধরন এবং কায়রন পোলার্ডকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে সেই ভিডিয়োতে।
আইপিএলের কোনও এক পার্টিতে গেল এবং বিরাট নাচছিলেন। সেখানে পরে যোগ দেন পোলার্ড। ছিলেন মুরলীধরনও। তাঁকে এগিয়ে দেন বিরাটেরা। মুরলী নাচ শুরু করতেই বাকিরা হেসে গড়িয়ে পড়েন। এমন একটি পুরনো ভিডিয়ো আইপিএলে মাঝে দেখে আপ্লুত সমর্থকেরা। বিরাট এবং গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একসঙ্গে খেলতেন।
আরও পড়ুন:
এ বারের আইপিএলে বেঙ্গালুরুর অবস্থা ভাল নয়। লিগ সব দলের নীচে রয়েছেন বিরাটেরা। দলের এমন অবস্থায় নাচার ইচ্ছা হবে না আরসিবি-র ক্রিকেটারদের। ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরে গিয়েছেন বিরাটেরা। পর পর চারটি ম্যাচ হেরেছে বেঙ্গালুরু। বাকি আর আটটি ম্যাচ। প্লে-অফে উঠতে হলে দ্রুত জয়ে ফিরতে হবে বেঙ্গালুরুকে। সেই লক্ষ্যেই সোমবার সানরাইজার্স হায়দরাবাদের খেলতে নামবেন বিরাটেরা।